-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্যাপক একশন মুডে যোগী প্রশাসন! রইস খুরেশির কসাইখানার উপর চালিয়ে দিল বুল ডোজার

- August 28, 2020

উত্তরপ্রদেশের যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে একশন মুডে রয়েছে। আর এখন একশন এর তীব্রতা ব্যাপক শীর্ষে পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশকে রাম রাজ্য করার যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়েছেন তা যেন পূরণ হওয়ার দিকেই জোর গতিতে কাজ চলছে। যোগী আদিত্যনাথের সরকার অপরাধী দমনের জন্য পুরো প্রশাসনিক শক্তিকে ঝুঁকে দিয়েছে।

বৃহস্পতিবার দিন লখনউতে কুখ্যাত ডন মুখতার আনসারী অবৈধ সম্পত্তি তছনছ করার পর এখন তার ঘনিষ্ট এক অপরাধীর কসাইখানাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যোগী প্রশাসন। আনসারীর ঘনিষ্ট রইস খুরেশির কসাইখানাকে যোগী প্রশাসন আজ বুল ডজার নামিয়ে তছনছ করে দিয়েছে।

প্রশাসন যে কসাইখানাকে ধ্বংস করেছে তা ৪০ লক্ষ টাকার সম্পত্তি ছিল বলে দাবি করা হচ্ছে। ভারী সংখ্যায় পুলিশের উপস্থিতিতে রইস খুরেশির কসাইখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছেন এই কসাইখানাকে গ্রীন জোনে আসা জমির উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।

এর আগে গতকাল মুখতার আনসারীর অবৈধ বিল্ডিং ভেঙে ফেলা হয়েছিল। মুখতার আনসারীর বিল্ডিং ভাঙার জন্য যত খরচ হয়েছে তা তার থেকেই নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছিল। রইস খুরেশির ক্ষেত্রেও যোগী প্রশাসন একই নিয়ম লাগু করবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে অপরাধীদের উপর লাগাম লাগানোর জন্য প্রশাসন কঠোর মুডে আছে। যার জেরে সম্পত্তি বাজেয়াপ্ত করা, অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার মতো কাজ জোর কদমে চলছে।

The post ব্যাপক একশন মুডে যোগী প্রশাসন! রইস খুরেশির কসাইখানার উপর চালিয়ে দিল বুল ডোজার first appeared on India Rag.



from India Rag https://ift.tt/2G8mo9h
Bengali News
 

Start typing and press Enter to search