-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে লাদাখে মৃত চীনা জওয়ানদের কবরের ছবি, প্রশ্নের মুখে জিনপিং সরকার

- August 28, 2020

নয়া দিল্লীঃ জুন মাসে লাদাখে ভারতের সাথে হওয়া লড়াইয়ে চীনের জওয়ানদের মৃত্যুর খবর চেপে গিয়েছে বেজিং। তাঁরা শুধু স্বীকার করছে যে তাঁদের ক্ষতি হয়েছে, কিন্তু ঠিক কতজন জওয়ানের মৃত্যু হয়েছে সেটা নিয়ে মুখ খোলেনি এখনো। কিন্তু এবার ট্যুইটারে ভাইরাল হওয়া এক ছবি চীনের মুখোশ খুলে রেখে দিয়েছে। চীনের মামলায় এক বিশেষজ্ঞ দাবি করেন যে, ট্যুইটারে একটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে গালওয়ান উপত্যকায় মৃত চীনা জওয়ানদের কবর দেখা যাচ্ছে।

ভারত আর চীনের সেনার মধ্যে ১৫ জুন রাতে সংঘর্ষ হয়েছিল। আর সেই সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান বীরগতি প্রাপ্ত করেছিলেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই লড়াইয়ে চীনের ৪০ জনের মতো জওয়ানের মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলের পাশে চীনের হেলিকপ্টারও দেখা গিয়েছিল, যেটি চীনের মৃত এবং আহত জওয়ানদের তুলে নিয়ে গিয়েছিল। চীন স্বীকার করেছিল যে তাঁদের ক্ষতি হয়েছে কিন্তু ঠিক কজন জওয়ানের মৃত্যু হয়েছে সেটা নিয়ে মুখ খোলেনি।

এমনকি বেজিং নিজেদের মৃত জওয়ানদের সন্মানের সাথে শেষকৃত্যও করেনি। আর এই কারণে জওয়ানদের পরিবারের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটাও কিছু মিডিয়া রিপোর্টে উঠে এসেছিল। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মৃত চীনের সেনার পরিজনদের হাতে শুধু মাত্র অস্থি কলশ দেওয়া হয়েছিল। আর এরমধ্যে ভাইরাল হওয়া ওই ছবি চীনের মুখোশ খুলে দিয়েছে।

চীনের মামলায় বিশেষজ্ঞ ট্রেলর ফ্রাভেল দাবি করেছেন যে, চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে এই ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখতে পাওয়া কবর ১৯ বছরের এক চীনা জওয়ানের। যার মৃত্যু চীন-ভারত লড়াইয়ে হয়েছে। চীনের ফুজিয়ান প্রান্তে ওই জওয়ানের বাড়ি বলে দাবি করা হয়েছে। ট্রেলর এও বলেন যে, কবরে দেখতে পাওয়া জওয়ানের ইউনিটের নাম ৬৯৩১৬ লেখা হয়েছে। এই ইউনিট গালওয়ানের উত্তরে চিপ-চাপ উপত্যকায় সীমান্ত রক্ষার মোতায়েন আছে।

ট্রেলার সুত্র থেকে খবর নিয়ে বলেন, এই জওয়ান ১৩ তম সীমান্ত সুরক্ষা রেজিমেন্টের অংশ। উনি দাবি করেন ২০১৫ সালে এই ইউনিটের নাম ‘ইউনাইটেড কমব্যাট মডেল কোম্পানি” রাখা হয়েছিল। উনি বলেন যে, এরফলে বোঝা যায় যে গালওয়ান উপত্যকায় চীনের কোন ইউনিট মোতায়েন ছিল।

The post সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে লাদাখে মৃত চীনা জওয়ানদের কবরের ছবি, প্রশ্নের মুখে জিনপিং সরকার first appeared on India Rag.



from India Rag https://ift.tt/2QBUIeY
Bengali News
 

Start typing and press Enter to search