কলকাতাঃ হাঁটতে খুবই ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন নিয়ম করে অনেক হাঁটেন। আর ওনার সাথে হাঁটতে হাঁটতে হাফিয়ে যান ওনার থেকে অনেক কম বয়সী অফিসার, মন্ত্রী। তিনি নিজের মুখেই বলেছেন রোজ তিনি নিয়ম করে ২০ থেকে ২২ কিমি হাঁটেন। বাড়ির ট্রেডমিল হোক আর নবান্নের ছাদ, যখনই সুযোগ পান তিনি হাঁটাহাঁটি শুরু করে দেন।
আর হাঁটতে হাঁটতেই অনেক কাজও করে ফেলেন। যেমন তিনি হাঁটতে হাঁটতে ফোনে ম্যসেজ করে, ফোন করেন কিছু পড়ার থাকলে পড়ে নেন। তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি সকাল ৭ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ট্রেডমিলে হাঁটেন। আর হাঁটতে হাঁটতে তিনি যেমন নানান কাজ করে নেন, সেভাবেই তিনি হাঁটতে হাঁটতে বাজেটও বানিয়ে ফেলেন।
কলকাতায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনাচক্রে গিয়ে তিনি জানান যে, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে তিনি বাজেট বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন উঠছে যে, হাঁটতে হাঁটতে বাজেট কীভাবে বানিয়ে ফেলা যায়? যদিও এ ব্যাপারে তিনি খোলসা করে কিছুই বলেননি। তিনি ওনার এই দক্ষতাকে গোপন রাখতে শুধু এটুকুই বলেছেন যে, সব বলে দিতে তো হয়েই গেল।
এবার বিধানসভায় বাজেট পেশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিরল ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকার দরুন এবারের বাজেট পেশ করতে পারেন নি। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী নিজেই এবার বাজেট পেশ করেছেন। তবে শুধু বাজেট পেশই না। তিনি হাঁটতে হাঁটতে এই বাজেট বানিয়েও ফেলেছিলেন।
তিনি বলেন, ‘আমি যখন হাঁটি তখন আমার ব্রেনও হাঁটে। আইডিয়া আসে আইডিয়া। ইফ দেয়ার ইজ এ অ্যাকশন, দেয়ার ইজ এ রিঅ্যাকশন। ইটস আ ভিশন। “
The post হাঁটতে হাঁটতে বাজেট বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী! নিজের মুখেই বললেন সেই কথা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2ZdoX01
Bengali News