-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীনের কাছে প্রতারিত হয়ে ভারতের শরণে শ্রীলঙ্কা, জানালো ড্রাগনের সাথে চুক্তি ঐতিহাসিক ভুল ছিল

- August 28, 2020

নয়া দিল্লীঃ চীন যে কি জিনিষ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে শ্রীলঙ্কা (Srilanka)। এখন তাঁরা বলছে যে, ড্রাগনের সাথে চুক্তি করা ভুল ছিল। চীনের জালে ফেঁসে যাওয়া শ্রীলঙ্কা (Srilanka) এখন ভারতের (India) গুরুত্ব বুঝতে পেরেছে। উল্লেখ্য, চীনের কাছে প্রতারিত হয়ে শ্রীলঙ্কা বড় ক্ষতির সন্মুখিন হয়েছে। আর এতদিন পর তাঁরা এই কথা বুঝতে পেরেছে। আর সেই কারণেই শ্রীলঙ্কা এখন চীনকে ত্যাগ করে ভারতের সাথে সম্পর্ক মজবুত করার উপর জোর দিচ্ছে। এখন থেকে তাঁরা ‘ভারত প্রথম” নীতি নিয়ে চলবে।

শ্রীলঙ্কার বিদেশ সচিব জয়নাথ কলম্বাস বলেন, শ্রীলঙ্কা এবার একটি তঠস্থ বিদেশী নীতি নিয়ে এগিয়ে যেতে চায়। আর তাঁরা রাজনৈতিক এবং সুরক্ষা মামলায় ‘ইন্ডিয়া ফার্স্ট” নীতি আপন করবে। শ্রীলঙ্কার একটি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় জয়নাথ বলেন, রাষ্ট্রপতি গোটবায়া রাজপক্ষে বলেছেন রাজনৈতিক আর সুরক্ষার বিষয়ে আমরা ‘ইন্ডিয়া ফার্স্ট” নীতি আপন করব।

উনি এও বলেছেন যে, আমরা ভারতের কাছে রাজনৈতিক শত্রু হতে পারব না, আর আমাদের সেটা হওয়া উচিৎও না। উনি বলেন, ভারতের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন আমাদের। রাষ্ট্রপতি স্পষ্ট রুপে বলেছেন যে, সুরক্ষার প্রশ্নে ভারত আমাদের প্রাথমিকতা। কিন্তু আর্থিক সমৃদ্ধির জন্য আমাদের অন্য দেশ গুলোর সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে।

এশিয়া মামলায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, আগামী দিনে নেপাল আর বাংলাদেশের মতো দেশ গুলোও পস্তাবে। কারণ এখন তাঁরা চীন প্রেমে মগ্ন হয়ে পড়েছে। কলম্বাস বলেন, তঠস্থ বিদেশ নীতির সাথে শ্রীলঙ্কা ভারতের রাজনৈতিক স্বার্থের রক্ষা করবে। সেই সময় তিনি এও স্বীকার করেন যে, হাম্বানটোটা বন্দরকে ৯৯ বছরের জন্য চীনকে লিজ দেওয়ার আমাদের সবথেকে বড় ভুল ছিল।

The post চীনের কাছে প্রতারিত হয়ে ভারতের শরণে শ্রীলঙ্কা, জানালো ড্রাগনের সাথে চুক্তি ঐতিহাসিক ভুল ছিল first appeared on India Rag.



from India Rag https://ift.tt/32wPpTG
Bengali News
 

Start typing and press Enter to search