কলকাতাঃ অনেকদিন ধরেই বেসুরো ছিলেন তিনি। পরে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীত্ব ছাড়তেই ওনাকে দল থেকে বহিষ্কৃত করে তৃণমূল নেতৃত্ব। এবার তিনি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিতে চলেছেন। ৩১ জানুয়ারি হাওড়ায় অমিত শাহের সভা থেকেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে ওনাকে বালি থেকেই প্রার্থী করতে পারে বিজেপি, দাবি সুত্রের।
শুভেন্দু অধিকারী দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক দল বিরোধী মন্তব্য করছিলেন বৈশালী। এমনকি একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্বকে তুলোধোনা করেছিলেন তিনি। এরপর লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রীত্ব ছাড়ার পর আবারও দলের বিরুদ্ধে সরব হন বৈশালী ডালমিয়া। অবশেষে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্ব ছাড়ার একদিন পরই ওনাকে দল থেকে বহিস্কার করে তৃণমূল। এবার তিনি যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে।
The post জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিচ্ছেন বৈশালী ডালমিয়া first appeared on India Rag .
Bengali News