নয়া দিল্লী: সুপ্রিম কোর্ট (Supreme Court) মহরমের জুলুস বের করার অনুমতি দেওয়া আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে যে এমন আদেশ দেওয়া যাবে না যেটা মানুষকে আরো বিপদে ফেলবে। এর সাথে সাথে লখনৌর এর আবেদনকারীকে নিজের আবেদনের সাথে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস.এ বোবডে আর জাস্টিস এ. এস বোপন্না এবং বিচারপতি বি সুব্রক্ষণমের ডিভিশন বেঞ্চ বলে, মহরমে জুলুসের আদেশ দেওয়া হলে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানায় নেওয়া হবে আর অরাজকতা সৃষ্টি হবে।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হওয়া এই শুনানিতে বেঞ্চ জানায়, আপনারা এটিকে সামান্য আদেশ বলেছেন আর আমরা এটার অনুমতি দিলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। করোনা ছড়ানোর জন্য একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করা হবে। আদালত হিসেবে আমরা সবার স্বাস্থ্যকে প্রশ্নের মুখে ফেলতে পারি না।
বেঞ্চ আবেদনকারীকে লখনৌয়ে জুলুস কে সীমিত প্রার্থনার সাথে সাথে হাইকোর্টের দরজার কড়া নাড়ার স্বাধীনতা দিয়ে আবেদন ফেরত নেওয়ার অনুমতি দেয়। শীর্ষ আদালত শিয়া নেতা সৈয়দ কলবে জব্বাদ এর আবেদনের শুনানির সময় এই সিদ্ধান্ত নেয়।
The post বিশেষ সম্প্রদায়কে নিশানা করা হবে, মহরমের জুলুসে নিষেধাজ্ঞা জারি রেখে বলল সুপ্রিম কোর্ট first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3hClfES
Bengali News