ভারতে নিজেদের রাজনীতির জন্য মুসলিমদের উস্কে দেওয়ার ঘটনা নিত্য হয়ে উঠেছে। এমনিতেই ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য আসাউদ্দিন ওয়াসীর পার্টি এমন কুকীর্তির জন্য কুখ্যাত। উস্কানিমূলক মন্তব্য করে বহুবার দেশে বদনাম হওয়ার পরেও এখনও সেই রাজনীতির খেলা বন্ধ করতো রাজি নয় AIMIM এর নেতারা।
AIMIM এর সাংসদ প্রকাশ্যে মহারাষ্ট্র সরকারকে হুমকি দিয়েছে। সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন এর সাংসদ ইমতিয়াজ জালিল মহারাষ্ট্র সরকারকে হুমকি দিয়েছে যে ২ সেপ্টেম্বর মসজিদ খুলতে হবে। এর জন্য তিনি সার্বজনীকভাবে আহ্বান করবেন। তবে যদি মহারাষ্ট্র সরকার মসজিদ না খোলে তাহলে রাস্তায় নামাজ পড়া হবে।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মিডিয়ায় মাধ্যমে উনি মহারাষ্ট্র সরকারকে হুমকি দেন। AIMIM সাংসদ বলেন, ” আমরা আর কত দিন সহ্য করবো? কতদিন সরকারের সিধান্তকে মেনে চলতে হবে? এক তারিখ হিন্দুদের গণেশ বিসর্জন হবে। ওটা হিন্দুদের জন্য বড়ো দিন। আমি সকল হিন্দুদের বলবো তারা তাদের মন্দির ও পূজাস্থাল খোলার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুক। এরপর ২ তারিখ আমার মসজিদ খোলার জন্য আহ্বান করবো। যদি মসজিদ না খোলা হয় তাহলে আমরা রাস্তায় নামাজ পড়বো।”
নিজের বক্তব্যের জন্য খবরে থাকা AIMIM সাংসদ বলেন, ধর্মীয় স্থান বন্ধ রাখার জন্য মহারাষ্ট্র সরকারের কোনো সঠিক যুক্তি নেই। উনি বলেন, সরকার যদি ২ সেপ্টেম্বর তারিখেও মসজিদ বন্ধ রাখে, তবে তিনি নিজেই আওরঙ্গাবাদের শাহগঞ্জের মসজিদে গিয়ে নামাজ পড়বেন। ইমতিয়াজ জালিল হিন্দুদের কাছেও অনুরোধ করেছেন যে তারাও যেন ১ সেপ্টেম্বর অর্থাৎ গণেশ পূজার দিন সমস্ত মন্দির খোলানোর ব্যাবস্থা করে।
The post ২ সেপ্টেম্বর মসজিদ না খুললে রাস্তায় পড়া হবে নামাজ! মহারাষ্ট্র সরকারকে হুমকি দিল AIMIM সাংসদ ইমতিয়াজ জলিল first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3jwfHwf
Bengali News