-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

থাইল্যান্ডকে ৬০০ টি মিলিটারি ট্রাক বিক্রি করছে ভারত! আত্মনির্ভর হওয়ার দিকে এক ধাপ এগোল দেশ

- August 27, 2020

মেড ইন ইন্ডিয়া প্রকল্পে দেশে ধীরে ধীরে যেভাবে এগোচ্ছিল তাকে আরো একধাপ এগিয়ে ভোকাল ফর লোকাল’ এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। উদেশ্য ভারতীয় ব্যান্ডগুলির বেশি হারে উত্থান এবং বিশ্ব বাজারে আধিপত্য বিস্তার। এখন সম্ভবত সেই দিকে বেশ জোর দিয়ে অগ্রসর হতে শুরু করে দিয়েছে দেশ। বিশেষ করে অটোমোবাইল সেক্টরের প্রভাব ইতিমধ্যে চোখে পড়তে দেখা যাচ্ছে।

মিলিটারি সেক্টরে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এক বড়ো সাফল্য ভারতের হাতে এসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, দেশের খ্যাতিনামা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা মোটরস থাইল্যান্ড মিলিটারি ট্রাক কিনছে। যার চুক্তি একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। থাইল্যান্ড ভারতের থেকে ৬০০ টি ট্রাক কিনছে। জানিয়ে দি, টাটা মোটরস দ্বারা নির্মিত ট্রাকগুলি মেন্টেইন করার দিক থেকে খুবই সুবিধাজনক। একই সাথে সঠিক দামের মধ্যেও বেশ উন্নত প্রোডাক্ট। যার কারণে বিদেশে ট্রাকগুলির চাহিদা বেড়েই চলেছে।

Tata Motors Truck

টাটা মোটরস দেশের সেনাবাহিনীকে যানবাহন সরবরাহ করে থাকে। আর এখন আন্তর্জাতিক বাজরেও দেশের এই কোম্পানি নিজের প্রভাব বিস্তার করতে নেমে পড়েছে। বিষয়টি এই দিক থেকেও গুরুত্বপূর্ণ যে ভারত সামরিকদিক থেকে সর্বোচ্চ আমদানি করার তালিকা থেকে বেরিয়ে সর্বোচ্চ রপ্তানি করার তালিকায় স্থান করে নেওয়ার টার্গেট স্থির করেছে।

শুধু এই নয়, এশিয়া মহাদেশে ভারতের সামরিক সরঞ্জামের প্রভাব চীনকে আর্থিক দিক থেকে কাউন্টার করতেও বেশ গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রসঙ্গত, থাইল্যান্ডের তরফ থেকে রাজদূত শ্যাম গঙ্গসকদী বিষয়টি টুইট করে জানিয়েছেন। টুইট করে আত্মনির্ভর ভারত হওয়ার দিকে ভারতবর্ষ এগোচ্ছে বলে ইঙ্গিত করেছেন। অবশ্য টুইট করতে গিয়ে উনি ভারতের জাতীয় পতাকার স্থানে ভুলে নাইজেরিয়ার পতাকা দিয়েছিলেন। যার জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।

The post থাইল্যান্ডকে ৬০০ টি মিলিটারি ট্রাক বিক্রি করছে ভারত! আত্মনির্ভর হওয়ার দিকে এক ধাপ এগোল দেশ first appeared on India Rag.



from India Rag https://ift.tt/2Ewb32h
Bengali News
 

Start typing and press Enter to search