রাজস্থানের আলওয়ারে (Alwar) হওয়া গণ ধর্ষণ মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বয়ানের পর BSP সুপ্রিমো মায়াবতী (Mayawati) প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। সোমবার মায়াবতী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল এখানে যে নকল দলিত প্রেম দেখানোর চেষ্টা করেছে। সেটা দিয়ে নির্বাচনে ওনার কোন লাভ হবেনা।” BSP সুপ্রিমো মায়াবতী বলেন, প্রধানমন্ত্রীর আমলে দেশের বিভিন্ন যায়গায় দলিতেরা আক্রান্ত হয়েছে। আমরা এই নিয়ে চুপ থাকতে পারব না।
BSP সুপ্রিমো মায়াবতী বলেন, ‘যেই বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার হয়, সেখানকার মুখ্যমন্ত্রীরা ইস্তফা কেন দিলোনা? এই ঘটনার নৈতিক দ্বায়িত্ব নিয়ে তাঁরা কখনো ইস্তফা কেন পেশ করলো না? রাজস্থানের আলওয়ারে দলিতদের উপর অত্যাচার হওয়া নিয়ে প্রধানমন্ত্রী চুপ ছিলেন। কিন্তু আমি বলার পর উনি এখন দলিত প্রেম দেখাচ্ছেন।”
মায়াবতী বলেন, প্রধানমন্ত্রী প্রায় দিনই নিজের জাত বদলান। এবার তিনি গরিব জাতির হয়েছেন। কিন্তু উনি গরীবদের কখনো চিন্তা করেননি। এমনকি গরীবদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকাও ঢুকিয়ে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী না গরিব, না ফকির। উনি শুধু গরিব হওয়ার নাটক করছে। উনি এবার গরিব হয়ে ভোট নিতে চান।
BSP সুপ্রিমো বলেন, এবার প্রধানমন্ত্রী মোদীকে কেন্দ্র থেকে উপড়ে ফেলতে হবে। উনি মহাজোটকে ভাঙার চেষ্টা করেছেন। উনি এর আগে আমাকে আদরণীয় বোন মায়াবতী বলে সম্বোধন করেছিলেন, কিন্তু আমি ওনাকে আক্রমণ করার পর থেকেই উনি আমাকে বুয়াজি বলা শুরু করে দেন। যারা সংস্কারি তাঁরা আমাকে সন্মানের সাথে বেহেনজি বলে ডাকে। আমার মা-বাবাও আমাকে বেহেনজি বলে ডাকে। কিন্তু মোদীজি আমাকে এখন বুয়াজি বলে ডাকছে। এটাই ওনার দলিত প্রেম?
যদিও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BSP সুপ্রিমো নিজে স্বীকার করেছেন যে, ওনাকে নরেন্দ্র মোদী আগে ‘আদরণীয় বোন” বলেই সম্বোধন করত। কিন্তু মায়াবতী নরেন্দ্র মোদীকে নিজের ভাষণে বারবার অপমান করার পর থেকেই নরেন্দ্র মোদী ওনাকে ‘বুয়াজি” বলেই ডাকে। আপানদের জানিয়ে রাখি ‘বুয়াজি” কোন খারাপ কথা না। ‘বুয়া মানে পিসি” কিন্তু মায়াবতী বলতে চাইছেন ওনাকে যারা বেহেনজি বলে না। তাঁরা সংস্কারি না। আর উনি সবাইকে যা খুশি তাই বলে ডাকতে পারলেও, ওনাকে কেউ বেহেনজি ছাড়া কিছু বলে ডাকতে পারবে না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LHl8fu
Bengali News