নির্বাচনী প্রচারে বেড়িয়ে বারবারই মুখ ফসকে যায় ওনার। মুখ শুধু ওনারই না, অনেকেরই ফসকে যায়। কিন্তু তাঁরা আবার পরে ভুল শুধরেও নেন। কিন্তু তিনি তো মমতা ব্যানার্জী (Mamata Banerjee) । তিনি যা একবার বলেন তো বলেনই। পরে শুধরে নেওয়ার প্রয়োজন মনে করেন না। এর আগে যেমন উনি বলেছিলেন, ১৫০০ কেজির বাচ্চা। আবার বিজেপিকে হিন্দু ধর্ম নিয়ে বিঁধতে গিয়ে উনি বলেছিলেন, জয় শ্রী বিষ্ণু মাতা, কর্ণ মাতার মণ্ডির এবং সীতা মাতা ভগবান শ্রী রাম চন্দ্রের মাতা। তবে তিনি থামবার পাত্রি নন। এবারও তিনি এমন এক কথা বলে উঠলেন যে, আবার হাসির খোরাক হলেন।
সোমবার দক্ষিণ ২৪ পরগণার নামখানায় দলীয় প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার হয়ে প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে তিনি নিজে কি কি করেছেন শোনান। আর প্রধানমন্ত্রী কিছুই করেন নি এই পাঁচ বছরে সেটাও সবাইকে জানান। দাঙ্গা, ধর্ম এরকম নানান ইস্যু নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন তিনি।
ওই সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন যে, কেন্দ্রে তৃণমূল সরকার ক্ষমতায় আসলে নামখানায় মুড়িগঙগার ওপর দু’মিনিটে সেতু বানিয়ে দেবেন তিনি। এর আগে রাজ্যের বিভিন্ন সেতু ভেঙে পড়ার জন্য তৃণমূলের সিণ্ডিকেট রাজকে দায়ি করেছিল রাজ্যের বিরোধীরা। আর এবার মুখ্যমন্ত্রী মাত্র দুই মিনিটেই সেতু বানিয়ে দেওয়ার আজব দাবি করে ফের বিরোধীদের নিশানায় তিনি।
মমতা ব্যানার্জী বিভিন্ন সভায় গিয়ে দাবি করছেন এরাজ্যের ৪২ টি আসনেই তৃণমূলের প্রার্থী জিতবে। এমনকি উনি এও বলছেন যে এবার নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্র থেকে সরে যাবে। তবে এরই মধ্যে তিনি আবার রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী দিয়েই কেন্দ্রে তৃণমূল সরকার গড়ার স্বপ্ন দেখছে। এটাকে স্বপ্নই বলা চলে কারণ, ভোটের ঘোষণার আগে BJP বিরোধী কয়েকটি দল মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও, ভোট ঘোষণা পর আর কারোর মুখ থেকে মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করার কথা শোনা যায়নি। এখন বিজেপি বিরোধী সব দলই চাইছে যে তাঁদের দল থেকে প্রধানমন্ত্রী হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VAbmjM
Bengali News