-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিদেশী কোম্পানিগুলিকে বড় ঝটকা দিল রামদেব বাবার পতঞ্জলি আয়ুর্বেদ, স্বদেশী কোম্পানির প্রতি বিশ্বাস বাড়ছে দেশের মানুষের।

- May 13, 2019

যোগ গুরু বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ আরো একবার বিদেশী মাল্টি ন্যাশনাল কোম্পানিদের ব্যাবসার উপর হামলা করেছেন। এবার পতঞ্জলি ওরাল কেয়ার সেক্টরে বিদেশী কোম্পানিগুলিকে মার দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, কোলগেটের মার্কেট শেয়ারে ২১০ বেসিস পয়েন্টের কমতি এসেছে। কোলগেটের মার্কেট শেয়ারে এই কমতি এর মুখ্য উৎপাদক কোলগেটে ডেন্টাল ক্রিম, এক্টিভ সল্ট টুথপেস্ট ও শিবাকা টুথপেস্ট বিক্রি কমার জন্য হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কোলগেটের বিক্রির কমতির মূল কারণ পতঞ্জলি আয়ুর্বেদের দন্তক্রান্তির বিক্রির বৃদ্ধি বলা হয়েছে। জানিয়ে দি, কোলগেট একটা আমেরিকান কোম্পানি যা প্রতি বছর ভারত থেকে প্রচুর কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে। সবথেকে দুর্ভাগ্যের বিষয় এই যে, কোলগেটের সোডিয়াম লোরেট সালফেট নামক রসায়ন মিশ্রিত করা হয় যা ক্যান্সার রোগের সৃষ্টি করে।

টুথপেস্ট এর বিদেশী কোম্পানিগুলো নিজেদের দেশে প্রোডাক্ট বিক্রির সময় সেখানে সতর্কবার্তা প্রকাশ করে। অথচ ভারতে বিক্রির সময় কোলগেটের কোম্পানিগুলো কোনো সতর্কবার্তা প্রকাশ করে না। এই কারণে সচেতন মানুষজন কোলগেটের মতো বিদেশী কোম্পানির প্রোডাক্ট ত্যাগ করে পতঞ্জলির মতো দেশী প্রোডাক্টের দিকে আকর্ষিত হচ্ছে। রামদেব বাবার পতঞ্জলি সম্প্রতি হিন্দুস্থান লিভারের ব্যাবসার উপরেও আঘাত হেনেছে বলে রিপোর্ট সামনে এসেছে। পতঞ্জলির বিক্রির বৃদ্ধি স্বদেশী কোম্পানির প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করছে এবং দেশের সম্পদ দেশে থাকার একটা রিপোর্ট আনছে। যা দেশের অর্থনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রের জন্যেই ভালো খবর।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30fA3Rn
Bengali News
 

Start typing and press Enter to search