আমেরিকার সবথেকে মহান রাষ্ট্রপতি হিসেবে পরিচিত আব্রাহাম লিঙ্কন। মার্কিন অ্যাটর্নি রবি বাত্রা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করেছেন। প্রথমত জানিয়ে দি, আব্রাহাম লিঙ্কন সেই রাষ্ট্রপতি ছিলেন যিনি কঠিন সময়ে আমেরিকাকে সংগঠিত রাখতে সক্ষম হয়েছিলেন। আমেরিকায় গৃহ যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন হয়েছিল। তার মধ্যেই আব্রাহাম লিঙ্কন আমেরিকাকে দাসত্ব থেকে বের করেছিলেন ও দেশকে সামলেছিলেন। এখন মার্কিন অ্যাটর্নি রবি বাত্রা প্রধানমন্ত্রী মোদীকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করেছেন।
এর কারণ ভারতবর্ষ এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের নানা স্থানে ভাষা ও জাতির ভিত্তিতে হিন্দুদের একতা ভাঙার চেষ্টা চলছে। পাঞ্জাবে খালিস্তানি বিচ্ছিন্নতা শক্তি দেশকে ভাঙার চেষ্টা করছে, কাশ্মীরে জেহাদী শক্তি দেশ ভাঙার চেষ্টা করছে। দক্ষিণ ভারতে ও উত্তরপূর্ব ভারতে খ্রিষ্টান মিশনারি সক্রিয় হয়ে হিন্দুদের ধর্মান্তরকরণ এর কাজ চালাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী দেশকে এক রেখে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন।
বাত্রা বলেন প্রধানমন্ত্রী মোদী দুর্দান্তভাবে কাশ্মীর থেকে ধারা ৩৭০ তুলে দিয়েছেন। ৩৭০ উঠে যাওয়ার পর কাশ্মীরে হিংসা ঘটা স্বাভাবিক ছিল, কিন্তু কাশ্মীরে একটাও হিংসার ঘটনা ঘটেনি। এর কারণ সরকারের পরিকল্পনা ও দূরদর্শিতা। সরকার আগেই ইন্টারনেট কানেকশন বন্ধ করে রেখেছিল যাতে দেশ বিরোধী শক্তি সক্রিয় হতে না পারে। একই সাথে বহু বিচ্ছিন্নতাবাদী নেতাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে কোনো প্রাণ হানি ছাড়াই একটা এত বড়ো সিদ্ধান্তকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হয়েছে। কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণ এর সরাসরি সমর্থন করেন রবি বাত্রা। সমস্থ ভারতীয়দের সমান অধিকার প্রদান করতে ও দেশকে একত্র রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মত রবি বাত্রার।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31GqMkM
Bengali News