কলকাতাঃ একদা তৃণমূলের (All India Trinamool Congress) নাম্বার টু মুকুল রায়ের (Mukul Roy) ঘরে ফেরাকে স্বাগত জানালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অপরূপা পোদ্দার বলেন, ‘আমার কোনদিনও মনেই হয়নি যে উনি অন্যদলে রয়েছেন। ওনার হৃদয় সবসময় তৃণমূলেই ছিল।”
প্রায় চারবছর পর চাণক্য মুকুল রায় শুক্রবার তৃণমূল ভবনে যান। সেখানে গিয়ে তিনি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পুত্র শুভ্রাংশ রায়কে নিয়ে তৃণমূলে যোগ দেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে। মুকুল নিজেও মানসিক শান্তি পেল।”
এই প্রসঙ্গে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, ‘কোনদিনও মনে হয়নি মুকুলদা অন্যদলে গিয়েছেন। ওনার হৃদয় সর্বদাই তৃণমূলেই পড়ে ছিল। উনি আজীবনই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করতেন। আমরা ওনাকে আবারও আমাদের পরিবারে স্বাগত জানাই। আগামী দিনে তিনি অভিষেক ব্যানার্জী আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আরও ভালো কাজ করবেন।”
The post ‘ওনার হৃদয় সর্বদা তৃণমূলেই ছিল” মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে বললেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার first appeared on India Rag .Bengali News