বিশ্বের বিভিন্ন দেশকে প্রতারণার পরে এখন চীন পাকিস্তানকে ঠকিয়ে দিয়েছে। এটা আমার বলছি না, এটা বলছে পাকিস্তানের মিডিয়া। আসলে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের নামে চীন বিশ্বের বিভিন্ন দেশে মাস্ক ও চিকিৎসার সরঞ্জাম পাঠাচ্ছে। তবে বিনামূল্যে নয় পুরোটাই অর্থের পরিবর্তে। নেপাল থেকে শুরু করে স্পেনের মতো দেশকে চীন তাদের চিকিৎসার সরঞ্জাম দিয়ে আগেই ঠকিয়েছে। জানিয়ে দি, চীন নিজেকে বিশ্বের সামনে মহান দেখানোর চেষ্টায় নেমে পড়েছেন। এর জন্য চীনের ধনকুবের জ্যাক মাও বিভিন্ন দেশকে অনুদান দিচ্ছেন। সমস্তকিছুই পুরো প্ল্যানিং অনুযায়ী চলছে তবে এর মধ্যেই চীন পাকিস্তানকে এমন ঠকিয়েছে যে পাক মিডিয়া মুখ থেকে আগুন বের করতে শুরু করেছে।
এমনিতে পাকিস্তান দাবি করে, চীন ও পাকের বন্ধুত্ব নাকি হিমালয়ের থেকে উঁচু ইত্যাদি ইত্যাদি। তবে এখন খবর আসছে, চীন জাঙ্গিয়া থেকে মাস্ক বানিয়ে তা পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। আর পাকিস্তানের মিডিয়া চিৎকার করে তার প্রতিবাদ জানাতে শুরু করেছে। পাকিস্তানের মিডিয়া বলেছেন, চীন আমাদের চুনা লাগিয়ে দিয়েছে।
চীন যে মাস্ক ও বাকি মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে তা সিন্ধ প্রদেশে না চেক করেই হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর ডাক্তাররা এ সমস্তকিছু দেখে মাথায় হাত দেন এবং মাস্কগুলিকে দেখেই হেসে ফেলেন।
China promised to send top quality N-95 masks to Pakistan. When the consignment landed, Pakistanis found that China had sent masks made of underwear.
Pakistani anchor says “China ne Choona laga diya”. #ChineseVirusCorona pic.twitter.com/3H4Uo151ZJ
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) April 4, 2020
https://platform.twitter.com/widgets.js
যারপর পাহাড়ের থেকেও উঁচু, সমুদ্রের থেকেও গভীর পাক ও চীনের বন্ধুত্বের উপর প্রশ্নঃ চিন্হ খাড়া হয়ে যায়। জানিয়ে দি, চীন বিশ্বের রাজা হওয়ার জন্য বিগত ১৫ বছর ধরে অতি দ্রুতগতিতে কাজ করছে। এই মুহূর্তে চীন তার শেষ পর্যায়ে কাজ চালাচ্ছে। চীন নিজের উদ্যেশে এই থেকে বেশকিছুকে গুরুত্ব দেয় না, তাতে সেটা পাকিস্তান যতই বন্ধুত্বের গল্প করুক।
from India Rag https://ift.tt/3aLHx3i
Bengali News