-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নুসরতের বিয়ে অবৈধ ছিল, ও কলমা পড়ে ইমানে ফিরুক! নিদান মৌলানারা

- June 12, 2021

নয়া দিল্লীঃ তৃণমূল (All India Trinamool Congress) সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) আজকাল আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। কারণ তিনি নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিয়ে নিয়ে বিস্ফোরক বয়ান দিয়েছেন। চারিদিকে যখন ওনাকে নিয়ে সমালোচনা চলছে, তখন এক মৌলানা ওনার সমর্থনে নামলেন। নিখিলের সঙ্গে বিয়েকে অবৈধ বলা নুসরতের বয়ানকে সঠিক বলে আখ্যা দিলেন মৌলানা কারি মুস্তফা (moulana qari mustafa)। মৌলানা এই বিয়েকে অবৈধ সম্পর্ক আখ্যা দিয়ে নুসরত জাহানকে তৌবা করে কলমা পড়ে ইমানে ফিরে আসার নিদান দিলেন।

মৌলানা বলেন, ‘দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়েছিল, কিন্তু ওটা বিয়ে না। যদি দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়, যেমন ভাবে নুসরত বিয়ে করেছিল, তাহলে তাঁকে হয় নিখিলের ধর্মের অনুসারে করা উচিৎ ছিল, নাহলে নিখিলকে ইসলামে ধর্মান্তকরণ করে বিয়ে করা উচিৎ ছিল।” উল্লেখ্য, ২০১৯ এ নুসরত জাহান নিখিল জৈন তুর্কিতে গিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু সাংসদ এখন সেটিকে বিয়ে না বলে ‘সহবাস” আখ্যা দিচ্ছেন।

নুসরত জাহান বলেন, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে তুর্কিতে হয়েছিল, ভারতীয় আইন হিসেবে তা বেআইনি। নুসরত বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি‌, বিয়ে নয়। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ তুরস্কে গিয়ে রাজকীয় ব‍্যবস্থাপনায় ‘ড্রিম ওয়েডিং’ করেছিলেন নুসরত নিখিল। কিন্তু দু বছর পর নুসরত দাবি করলেন সেই বিয়ে নাকি মিথ‍্যে।

যে পদ্ধতিতে তাঁরা বিয়ে করেছিলেন তা সেই দেশে অবৈধ তো বটেই, উপরন্তু ভারতীয় আইনে হিন্দু মুসলিম বিয়ের যে বিশেষ আইন রয়েছে তাও মানা হয়নি তাঁদের বিয়েতে। ফলে যে বিয়েটাই হয়নি তার আবার কিসের বিচ্ছেদ?

তবে নুসরতের দাবির সঙ্গে কিন্তু মিল নেই সরকারি নথির। পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সাংসদদের তালিকায় নুসরত জাহানের সম্পর্কে তথ‍্যে স্পষ্ট লেখা রয়েছে তিনি বিবাহিত। স্বামীর নাম নিখিল জৈন এবং বিয়ের তারিখ ২০১৯ এর ১৯ জুন। উল্লেখ‍্য, সংসদকে যে তথ‍্য দেওয়া হয় সেটাই দেখা যায় ওয়েবসাইটে। সেক্ষেত্রে নুসরতের দাবি অনুযায়ী যদি বিয়েটা অবৈধই হয় তবে সংসদকে ভুল তথ‍্য কেন দিলেন নুসরত? উঠছে প্রশ্ন।

The post নুসরতের বিয়ে অবৈধ ছিল, ও কলমা পড়ে ইমানে ফিরুক! নিদান মৌলানারা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2RNg90F
Bengali News
 

Start typing and press Enter to search