নয়া দিল্লীঃ লকডাউনের (lockdown) দশম দিন পূর্ণ হওয়ার পর স্বস্তির খবর আসছে। দিল্লীতে Delhi) ২৪ হাজার কোয়ারেন্টাইনে (quarantine) থাকা মানুষ এখন করোনার বিপদের বাইরে চলে এসেছেন। এরা সবাই ১৪ দিন ধরে কোয়েরান্টাইনে ছিলেন।
দিল্লীর স্বাস্থ বিভাগ অনুযায়ী, ২৪ হাজার ৮৭৩ জন কোয়ারেন্টাইনের ফেজ পূরণ করে ফেলেছেন। এদের মধ্যে এখন কারোর শরীরেই করোনা ভাইরাসের লক্ষণ নেই। কোয়ারেন্টাইনে থাকার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এদের অনেকবার স্ক্রিনিং করানো হয়েছে। এদের মধ্যে ২০ হাজার ৬৭৭ জন সম্প্রতি বিদেশ যাত্রা করে দেশে ফিরেছিলেন। আর ৪ হাজার ১৯৬ জন এমন ছিলেন, যারা করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছিলেন।
স্বাস্থ বিভাগের মহানির্দেশক ডঃ নূতন মুন্ডেজা বলেন, যখন এরা জানতে পারে যে, এদের কোয়ারেন্টাইনের ফেজ সম্পূর্ণ হয়ে গেছে তখন এরা খুব উৎসাহিত হয়ে পড়েন। এরা দিল্লীর স্বাস্থ বিভাগের টিমের খুব প্রশংসা করে। তাবলীগ জামাতিদের প্রসঙ্গ বাদ দিলে এখনো পর্যন্ত দিল্লীতে বড় সফলতা অর্জন হয়েছে।
যদিও এখনো ২০ হাজার ৩৩১ জন কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে ৩৫৩১ জন দিল্লী সরকারের কোয়ারেন্টাইন কেন্দ্রে আছেন, আর ১৮৫৯৮ জন সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসার পর কোয়ারেন্টাইনে গেছেন। এদের মধ্যে বেশীরভাগ মানুষ কোয়ারেন্টাইন ফেজ আগামী সপ্তাহে পূরণ করে ফেলবেন।
from India Rag https://ift.tt/2wiZWFU
Bengali News