-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মৌলানা দিল হুমকি: যারা তাবলীগ জামাতের বিরুদ্ধে মুখ খুলবে তাদের জীবন বর্বাদ করে দেব

- April 05, 2020

পুরো দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে তাবলীগ জামাতের ধর্মগুরু তথা মৌলানা সাদ এখন লুকিয়ে পড়েছে। মৌলানা সাদ আগেই মুসলিমদের উস্কানি দিয়েছিল যে করোনা ভাইরাস তাদের কিছু করতে পারবে না। শুধু এই নয়, সাদ বলেছিলেন যদি মরতেই হয় তবে মসজিদে মরা ভালো। এইভাবে পুরো জামাতি গ্যাংকে একত্র করে এখন দেশের ১৪ টি রাজ্যকে বিপদে ফেলে দিয়েছে তাবলীগ জামাত। তাবলীগ জামাতের এই সমস্ত এটম বোমাগুলি হাসপাতালে গিয়েও নার্স ও ডাক্তারদের সাথে খারাপ ব্যাবহার করতে মেতে উঠেছে।

তাবলীগ জামাতিরা কোনো হাসপাতালে গিয়ে প্যান্ট খুলে নাচানাচি করছে আবার কোথাও গিয়ে ডাক্তার ও নার্সদের মুখে থুতু ছুড়েছে। তাবলীগ জামাতের কারণে দেশের ১০ টি স্থান করোনা হটস্পটে পরিণত হয়েছে। অনেকে এটাকে করোনা জিহাদ বলেও গণ্য করতে শুরু করেছে।

দেশের মিডিয়াও তাবলীগ জামাতের এই উন্মাদের বিরোধিতা করেছে এবং দিল্লীকে ইতালি করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। তবে তাবলীগ জামাতের বিরুদ্ধে মুখ খোলায় এখন মিডিয়ায় হুমকি দিতে শুরু করেছে উন্মাদী কট্টরপন্থীরা। তাবলীগ জামাত হুমকি জারি করে বলেছে যে, তাবলিগ জামাত ও মাওলানা সাদের বিরুদ্ধে কিছু বলবেন না, মাওলানা সাদ মহান ব্যাক্তি।

https://platform.twitter.com/widgets.js

তাবলীগ জামাত মিডিয়া তথা সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে বলেছে, যদি জামাতিদের বিরুদ্ধে বলা না বন্ধ হয় তবে তারা এর ব্যাবস্থা নেবে। এক জামাতি উন্মাদী খোলাখুলি বলেছে, যারা আমদের বিরোধিতা করবে তাদের জীবনযাপন করা কঠিন করে দেব। তাবলীগ জামত বেশকিছু পোস্টারও ছাপিয়েছে যেখানে তারা সরকারের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের হুমকি দিয়েছে।



from India Rag https://ift.tt/34dzCt3
Bengali News
 

Start typing and press Enter to search