-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কুখ্যাত ডন মুখতার আনসারীর অবৈধ বিল্ডিং! ভাঙার খরচ তার কাছেই নেবে যোগী প্রশাসন

- August 27, 2020

উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি একশন মুডে আছে। বিশেষ করে উত্তরপ্রদেশে অপরাধীদের দমনে প্রশাসনকে কড়া মুডে দেখা গেছে। কুখ্যাত অপরাধীদের এনকাউন্টার হোক বা উপদ্রবকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সবদিকে থেকেই অন্য যেকোনো রাজ্য সরকারের থেকে এগিয়ে যোগী রয়েছে যোগী প্রশাসন।

এখন আরো একবার এক মাফিয়ার বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নিতে দেখা গেল উত্তরপ্রদেশ প্রশাসনকে। বৃহস্পতিবার দিন লখনউ প্রশাসন মাফিয়া মুখতার আনসারীর বিরুদ্ধে বড়ো একশন নিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ডালিবাগ কলোনীতে আনসারির সম্পত্তিকে তছনছ করে দেওয়া হয়েছে।

বুল ডজার লাগিয়ে যোগী প্রশাসন মাফিয়ার অবৈধ নির্মাণকে ভেঙে তছনছ করে দিয়েছে। কুখ্যাত এই ডনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। বলা হচ্ছে অবৈধ নির্মাণ ভাঙার জন্য যে খরচ হয়েছে সেটাও মুখতার আনসারী থেকে নেওয়া হবে। প্রশাসনের এই অভিযানের সময় বড়ো সংখ্যায় পুলিশকর্মীকে মোতায়েন রাখা হয়েছিল।

অবৈধ নির্মাণ ধ্বংস করার পর প্রশাসন বলেছে, ডালিবাগ কলোনির কাছে গ্যাংস্টার মুখতার আনসারির অবৈধ সম্পত্তি নষ্ট করে ফেলা হয়েছে। মাফিয়ার অবৈধ নির্মাণকে উপড়ে ফেলতে যে পরিমান খরচ হয়েছে তাও আনসারীর থেকে নেওয়া হবে। একই সাথে যে প্রশাসনের যেসব লোকজন মাফিয়ার সাথে জড়িত আছে বা যাদের উপস্থিতিতে অবৈধ নির্মান হয়েছিল তাদের উপরেও পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দি, এর আগে বারাণসী পুলিশ মুখতার আনসারী বেশকিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

The post ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কুখ্যাত ডন মুখতার আনসারীর অবৈধ বিল্ডিং! ভাঙার খরচ তার কাছেই নেবে যোগী প্রশাসন first appeared on India Rag.



from India Rag https://ift.tt/3hAPc8a
Bengali News
 

Start typing and press Enter to search