সম্প্রতি এমনি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েচ। যেখানে এক উন্মাদী মানসিকতা সম্পন্ন মহিলা হিন্দুদের খোলাখুলি গালি গালাজ করেছিল। একই সাথে উগ্র মহিলা হিন্দুদের আরাধ্য দেবদেবী মা দুর্গা, মা কালী ও সীতা মাতাকে অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ করছিল। যার পর হিন্দুরা সোশ্যাল মিডিয়ায় মহিলাকে গ্রেফতারের দাবি জানিয়েছিল।
মা দুর্গা, মা কালীকে গালি গালাজ দেওয়া পরি খান ওরফে হির খানকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ পরি খানকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিয়েছে। হির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে বুধবার তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখন পরি খান ওরফে হির খানকে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে যে হির খান হোয়াটসঅ্যাপে পাকিস্তানের যুবকেদের সাথে কথা বলতেন। হির খান মাসুদ আজহারের ভিডিও দেখে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে শুরু করেছিলেন বলে নিজ মুখে স্বীকার করেছে হির খান। হির খান পাকিস্তানের দুই যুবকেড সাথে নিয়মিত যোগাযোগ ছিলেন বলে তিনি স্বীকার করছেন।
পুলিশ জানিয়েছে মহিলাকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর অনুযায়ী, পরি খান ওরফে হির খান সৌদি আরব, হায়দরাবাদ, দিল্লি, কানপুর, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বেশকিছু যুবক ও ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। একই সাথে লখনউয়ের একজন মাওলানার সাথে তার যোগাযোগ রয়েছে। মহিলার এক আত্মীয় জামাত-এ-ইসলামের সাথে যুক্ত বলে জানা গেছে। মহিলা NRC বিরোধী দুটি সভায় বক্তৃতা দিয়েছিলেন বলেও জানা গেছে।
The post হোয়াটসঅ্যাপে পাকিস্তানি যুবকেদের সাথে চ্যাট করতেন হিন্দু দেবদেবীকে গালি দেওয়া হির খান! চাঞ্চল্যকর তথ্য উঠে এল জিজ্ঞাসাবাদে first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2YGuFHE
Bengali News