২৬ শে জুলাই ২০২০ তারিখে বিহারের বেগুসরাই জেলায় এক নাবালিকাকে অপহরন করার ঘটনা সামনে এসেছিল। বর্তমানে মেয়েটিকে অপরাধীদের বন্দি থেকে মুক্ত করা হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত ইজমুল খান ওরফে নাজমূলকে গ্রেফতার করা হয়েছে। স্বরাজ এর সাংবাদিক স্বাতী গোয়েল শর্মা এই ঘটনার ভিডিও ভিডিওটি শেয়ার করেছেন।
জানিয়ে দি যুবকটির গতিবিধির উপর কিছু স্থানীয় সচেতন মানুষ নজর রেখেছিল। সোশ্যাল মিডিয়াতেও যুবকটির কাজ কর্মের উপর স্থানীয়রা নজর রাখার চেষ্টা চালাচ্ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, যুবকটি তার ফেসবুক একাউন্ট এর নাম ক্যাপ্টেন আমেরিকা রেখেছিল। স্বাতী গোয়েল শর্মা জানিয়েছেন, অপহরণের পর যুবকটি নাবালিক যুবতীর ছবি শেয়ার করেছিল।
Izmul Khan, accused in Bihar minor girl's kidnapping case, arrested today (in blue shirt) https://t.co/XZMS2kNJ8N pic.twitter.com/2fQC3K5Jzg
— Swati Goel Sharma (@swati_gs) August 20, 2020
ছবিতে মেয়েটির মাথায় সিঁদুর ছিল এবং গলায় মা দুর্গার ছবি দেওয়া একটা লকেট ছিল। ছবিটি ফেসবুকে পোস্ট হতেই সচেতন স্থানীয় মানুষরা মেয়েটিকে উদ্ধার করতে তৎপর হয়ে উঠে। স্থানীয়রা প্রথমে ছবিটিকে মেয়েটির বাবা দীনেশ কুমার পন্ডিতকে দেখায়। উনি ছবি দেখার পর মেয়েটিকে জীবিত ফিরে পাওয়ার উদ্বেগ প্রকাশ করেন।
এরপর ২০ আগস্ট অভিযুক্তের ফেসবুক প্রোফাইল খুলে দেখলে দেখা যায় যে ছবি ডিলেট করে দেওয়া হয়েছে। ওই ফেসবুক একাউন্টে এখন অন্য একটা লেখা পোস্ট করা হয়েছিল। অভিযুক্ত লিখেছিল- ” আপনাদের আমার সাথে লড়াই করার অধিকার আছে কিন্তু আমাকে ছেড়ে চলে যাওয়ার অধিকার নেই।” এই পোস্টে মাত্র কয়েকটি কমেন্ট ছিল। কমেন্টে লেখা হয়েছিল বাড়ি ফিরে আয় এবং আত্মসমর্পণ কর। একজন অন্য ব্যাক্তি কমেন্ট করে লিখেছিলেন তোর জন্য তোর পরিবার জেলে রয়েছে, তুই বাড়ি আয়।

অভিযুক্তদের ফেসবুক প্রোফাইল আরো খুঁজলে তার আরো দুটো পোস্টের দেখা মিলে। একটা পোস্টে সে লিখেছিল- শোনো মেয়েরা আমি টাকার জন্য অহংকারী নয়, আমি মুসলিম হওয়ার জন্য অহংকারী। আরো একটা পোস্টে অভিযুক্ত লিখেছিল, সরকার আমার নয়, কারোর সাথে আমার লিঙ্কও নেই কিন্ত আমি একটা জিনিস নিয়ে গর্বিত সেটা হল আমি মুসলিম এবং আমার ধর্ম ইসলাম। এই সকল পোস্ট দেখার পর মেয়ের বাবা বলেন যে আমি আশাবাদী যে মেয়ে বেঁচে আছে।
A picture of the accused with the police. pic.twitter.com/TDhtLklN9F
— Swati Goel Sharma (@swati_gs) August 20, 2020
এরপর ২০ আগস্টের দিনই পুলিশের তরফে দীনেশ বাবুর কাছে ফোন আসে। পুলিশ জানায়, উনার মেয়েকে পাটনা থেকে উদ্ধার করা হয়েছে এবং যে যুবক মেয়েটিকে অপহরণ করেছিল তার বয়স ২০ বছর।
The post নাবালিকা হিন্দু মেয়েকে বন্দি বানিয়ে রাখা ইজমুল খান গ্রেফতার! পাটনা থেকে উদ্ধার যুবতী first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3l6Hfty
Bengali News