ওয়েবডেস্কঃ মধ্যপূর্বে ইসরায়েল (Israel) আর হামাসের (hamas) মধ্যে উত্তেজনা লাগাতার বেড়েই চলেছে। আর এরমধ্যে প্যালেস্তাইনের আত’ঙ্কি সংগঠন গাজাপট্টি থেকে ইসরায়েলে পরপর ১২ টি রকেট ফায়ার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাতভর চলা এই হাম’লায় ৯ টি রকেট ইসরায়েলকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। এরপর পাল্টা পদক্ষেপ নিয়ে হামাসের তিনটি আস্তানায় ইসরায়েল এয়ার স্ট্রাইক করে এবং সেগুলোকে ধ্বং’স করে দেয়। ইসরায়েলের সেনা শুক্রবার জানায় যে, এই এয়ারস্ট্রাইক হামাসের আক্রম’ণের পাল্টা পদক্ষেপ ছিল মাত্র।
Terrorists just fired another 3 rockets into #Israel from #Gaza.
The Iron Dome Aerial Defense System successfully intercepted all 3 rockets.
— Israel Defense Forces (@IDF) August 20, 2020
জানিয়ে দিই, বিগত কয়েকমাসে গাঁজা সীমান্তের পাশে হওয়া এটাই সবথেকে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। যদিও এই হামলায় কারোর হতাহত হওয়ার কোন খবর নেই। পুলিশ জানায়, ইসরায়েল এই হাম’লায় বাড়িঘর আর গাড়ি গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর বো’মারোধী টিমকে এলাকায় পাঠানো হয়। সম্প্রতি হামাসের সাথে যুক্ত সংগঠন গুলো ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে জমির ফসল জ্বালানোর জন্য বিস্ফো’টকে ভর্তি বেলুন ব্যবহার করে। হামার বারবার আত’ঙ্কি হাম’লা করে গাজার উপর জারি করা নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করছে।
After a series of rockets were fired at Israel from Gaza earlier tonight, our Air Force just struck a Hamas military compound used for rocket ammunition manufacturing in Gaza in response.
We hold Hamas responsible for all terror activity emanating from Gaza.
— Israel Defense Forces (@IDF) August 20, 2020
সম্প্রতি হয়ে যাওয়া এই রকেট হামলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইসরায়েন গাজার একমাত্র বাণিজ্য মার্গ বন্ধ করে দিয়েছে, এরফলে বিদ্যুতের উৎপাদনও বন্ধ হয়ে গেছে আর গাজাবাসীরা এখন গোটা দিনে মাত্র চার ঘণ্টা বিদ্যুত পাচ্ছে। ইসরায়েল গাজার উপকূল এলাকায় মাছ ধরাও বন্ধ করে দিয়েছে। শোনা যাচ্ছে যে, বিস্ফো’টক ভর্তি বেলুনের কারণে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সেনা জানিয়েছে যে, তাঁরা হামাসের আস্তানা গুলো ধ্বং’স করে দিয়েছে।
In the 3rd rocket attack of the night, terrorists in Gaza launched 7 rockets at civilians in southern Israel. 6 of the 7 rockets were intercepted by the Iron Dome mid-air.
In response, we struck Hamas military targets in Gaza, including underground terror infrastructure.
— Israel Defense Forces (@IDF) August 21, 2020
The post রকেট হামলার জবাবে এয়ারস্ট্রাইক ইসরাইলের, ধ্বস্ত হল হামাসের আস্তানা first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3aJaZbf
Bengali News