নয়া দিল্লীঃ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) আবারও ফিরতে চলেছেন নিজের অ্যাকশন ফর্মে। সোশ্যাল ইস্যু, সত্যি ঘটনা আর অ্যাকশনে ভরপুর সিনেমার জন্য হামেশাই প্রসিদ্ধ অক্ষয় কুমার এবার আরও এক অবতারে আসছেন। এবার অক্ষয় নিজের ফ্যানদের অবাক করতে চলেছেন। প্রসঙ্গত, অক্ষয় কুমার এবার খুব শীঘ্রই ‘ইনটু দ্য ওয়াইড উউথ বেয়ার গ্রিলস” (Into The Wild With Bear Grylls) এ বিপদের সাথে খেলবেন। এই কথা স্বয়ং অক্ষয় কুমার নিজেই জানান।
অক্ষয় ‘ইনটু দ্য ওয়াইড উউথ বেয়ার গ্রিলস” এর টিজার ট্যুইটারে শেয়ার করেছেন। টিহারে দুজনকেই জঙ্গলে ঘুরতে দেখা যাচ্ছে। আবার কখনো দড়িতেও ঝুলতে দেখা যাচ্ছে। এই টিজার দেখেই বোঝা যাচ্ছে যে, এই শো একদম আলাদা হতে চলেছে। এই ভিডিওতে অক্ষয় কুমারের সাথে সাথে বেয়ার গ্রিলস কেও বেশ মানাচ্ছে। ‘ইনটু দ্য ওয়াইড উউথ বেয়ার গ্রিলস” এর টিযার দেখে অক্ষয়ের ফ্যানরা বেশ উৎসুক।
You thinking I mad… but mad only going into the wild. #IntoTheWildWithBearGrylls@BearGrylls @DiscoveryPlusIn @DiscoveryIN pic.twitter.com/q5LXat2xdL
— Akshay Kumar (@akshaykumar) August 21, 2020
জানিয়ে দিই, অক্ষয় কুমারের আগে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেয়ার গ্রিলসের সাথে ওনার শোয়ের অংশ হয়েছিলেন। রজনীকান্ত আর বেয়ার গ্রিলস ‘ইনটু দ্য ওয়াইড উউথ বেয়ার গ্রিলস” এর শুটিং বান্দিপুর টাইগার রিজার্ভ পার্কে করেছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেয়ার গ্রিলসের সাথে উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশানাল পার্কে শুটিং করেছেন।
অক্ষয় কুমার সবসময় ভারতে একজন চর্চিত ব্যাক্তি হিসেবে পরিচিত। আর এর প্রধান কারণ হল ভারতের প্রতি ওনার প্রেম। করোনার কালে পিএম কেয়ার্স ফান্ডে সর্বপ্রথম দান উনিই করেছিলেন। এরপরেও তিনি মহারাষ্ট্র কে করোনা বিরুদ্ধে লড়াই করার জন্য দান করেছিলেন। সম্প্রতি অসম বন্যায় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে তিনি এক কোটি টাকা দান করেছেন।
The post বেয়ার গ্রিলসের সাথে ভয়ঙ্কর জঙ্গলে অক্ষয় কুমার, রোমহর্ষক ভিডিও শেয়ার করলেন স্বয়ং বলিউড খিলাড়ি first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2EcGezu
Bengali News