-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হাগিয়া সোফিয়ার পর চতুর্দশ শতাব্দীর গির্জাকে মসজিদে বদলে দেওয়ার ফরমান জারি করল তুর্কির রাষ্ট্রপতি এরদোগান!

- August 21, 2020

ওয়েব ডেস্কঃ হাগিয়া সোফিয়ার (Hagia Sophia) পর তুর্কি সরকার এবার ইস্তানবুলের চোরা মিউজিয়ামকে (Chora museum) মসজিদে বদলানোর আদেশ জারি করেছে। রাষ্ট্রপতি এরদোগানের (Recep Tayyip Erdoğan) এই ফরমান আজ ২১ আগস্ট জারি করা হয়েছে। রাষ্ট্রপতির ফরমান অনুযায়ী, এবার এই মিউজিউয়ামকে ধার্মিক মামলার নির্দেশালয়কে স্থানান্তরিত করা হয়েছে। আর এবার এই মিউজিয়ামকে মুসলিমদের নামাজের জন্য ব্যবহার করা হবে।

রিপোর্ট অনুযায়ী, মিউজিয়ামটিকে মসজিদ বানানোর সিদ্ধান্ত ২০১৯ এ নেওয়া হয়েছিল। কিন্তু তুর্কি স্টেট কাউন্সিল এই সিদ্ধান্তকে বলবত করতে পারে নি। কিন্তু আজ সেখানকার সরকার ফরমান জারি করে এই বহু প্রাচীন গির্জাকে মসজিদ রুপে বানানোর নির্ণয় নিয়েছে।

চোরা মিউজিউয়াম একটি চার্চ হিসেবেই জানা যেত। এটিকে চতুর্দশ শতাব্দিতে বাইজেন্টাইন শাসকরা বানিয়েছিল। ইস্তানবুলে ১৪৫৩ সালে অটোমেন্সরা কবজা করে আর এই গির্জাকে ১৫১১ সালে মসজিদ বানানো হয়। ৪৩৪ বছর পর্যন্ত এটিকে মসজিদ হিসেবে মানা হত। এরপর ১৯৪৫ সালে তুর্কি সরকার এটিকে মিউজিয়াম হিসেবে ঘোষণা করে। এবার তুর্কি সরকার এই শতাব্দী প্রাচীন গির্জাকে মসজিদ বানানোর নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, এর আগে এই মাসে হাগিয়া সোফিয়া চার্চকে মসজিদ বানিয়ে দেয় তুর্কি সরকার। এরপর ক্যাথেলিক সমাজের প্রধান পোপ তুর্কির সরকারের এই সিদ্ধান্ততে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ইউনেসকো পর্যন্ত এই ঘটনার নিন্দা করে। কিন্তু তুর্কির রাষ্ট্রপতি এরদোগান নিন্দাতে আর ধর্মীয় স্বাধীনতাকে তোয়াক্কা না করে নিজের কাজ করে যান।

 

The post হাগিয়া সোফিয়ার পর চতুর্দশ শতাব্দীর গির্জাকে মসজিদে বদলে দেওয়ার ফরমান জারি করল তুর্কির রাষ্ট্রপতি এরদোগান! first appeared on India Rag.



from India Rag https://ift.tt/3iWDKDW
Bengali News
 

Start typing and press Enter to search