-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নিরীহ জনগণকে মারতে রকেট লোড করছিল আতঙ্কবাদীরা! শিবিরের ব্লাস্ট হয়ে মারা পড়ল জঙ্গির দল

- August 26, 2020

বিশ্বজুড়ে আতঙ্কবাদীদের উপদ্রব বেশকিছু বছরে চরমে পৌঁছেছে। অবশ্য আতঙ্কবাদের বিরুদ্ধেকাউন্টার শক্তিও লাগাতার শক্তিশালী হওয়ার কারণে জঙ্গি সংগঠনগুলিকে দমিয়ে রাখা সম্ভব হয়েছে। আতঙ্কবাদের জন্য বিশ্বজুড়ে যে দেশগুলি সবথেকে বেশি সমস্যায় পড়ে তার মধ্যে ইজরায়েল ও ভারত শীর্ষ স্থানে রয়েছে। দুই দেশের প্রতিবেশী দেশের অবস্থানে কট্টর ইসলামিক দেশ রয়েছে যারা জঙ্গি উৎপাদনের জন্য বড়ো বড়ো পোডাক্টশেন হাউস খুলে রেখেছে।

যার জেরে প্রায় প্রতিদিন বিশ্বের সাংবাদমাধ্যমে আতঙ্কবাদীরা নিজের জায়গা করে নেয়। এখন ফিলিস্তিন থেকে এক খবর সামনে এসেছে যা আতঙ্কবাদীদের ঘরে শোকের ছায়া এনেছে অন্যদিকে সাধারণ শুভচিন্তক মানুষের মুখে হাসি এনেছে। খবর পাওয়া যাচ্ছে ফিলিস্তিনের ৪ জঙ্গি গাজা সিটির এক শিবিরে বোমা তৈরির সময় নিজেদের উড়িয়ে নিয়েছে।

অর্থাৎ শিবিরেই বোমা বিস্ফোরণ হয়ে ৪ আতঙ্কবাদী মারা পড়েছে। এক রিপোর্টে বলা হয়েছে, এই জঙ্গিদের ফিলিস্তিন ইসলামিক জিহাদ উইংয়ের আতঙ্কবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি সেই সময় ঘটেছেজ যখন আতঙ্কবাদীরা ইজরায়েলের সাধারণ মানুষজনকে টার্গেট করে রকেট লোড করছিল।

কিন্তু সামান্য কিছু ভুলের জন্ম ধামাকা শিবিরেই হয়ে যায়। ফলস্বরূপ ৪ জঙ্গি ধামকায় উড়ে যায়। এখন সোশ্যাল মিডিয়ায় ওই শিবিরের কিছু ভিডিও ভাইরাল হয়ে পড়ছে। এই ঘটনার পর হামাসের এক নেতা ইসমাইল রাডবান বলেছে, তারা ইহুদীদের জমিতে এমন আক্রমন জারি রাখবে। জানিয়ে দি, এই ধরনের ঘটনা ২০১৮ সালে হয়েছিল। সেই সময়েও জিহাদিদের বেশকিছু সদস্য মারা পড়েছিল। কিন্ত তখন তারা মিডিয়া রিপোর্টকে অস্বীকার করে ইজরায়েল এয়ার স্ট্রাইক করেছে বলে অভিযোগ তুলেছিল।

The post নিরীহ জনগণকে মারতে রকেট লোড করছিল আতঙ্কবাদীরা! শিবিরের ব্লাস্ট হয়ে মারা পড়ল জঙ্গির দল first appeared on India Rag.



from India Rag https://ift.tt/32rtuNG
Bengali News
 

Start typing and press Enter to search