প্রত্নতাত্ত্বিকবিদদের অনুসন্ধান যতই অগ্রসর হচ্ছে পৃথিবীর গর্ভ থেকে ততই রহস্যজনক খোঁজ মিলছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সনাতন সভ্যতার সাথে জড়িয়ে থাকা ইতিহাস উঠে আসছে। বিশ্বের কোনো প্রান্তে শিবের মূর্তি মিলছে, আবার কোথাও বিষ্ণু মূর্তির সন্ধান পাওয়া যাচ্ছে। বিশ্বে নানা ধর্ম, পন্থার উদ্ভবের পূর্বে বিশ্বজুড়ে সনাতনী সভ্যতা ছিল তা যেন প্রকৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এখন নেপালেও এক প্রাচীন মূর্তি পাওয়া গেছে। যা নিয়ে হিন্দু সমাজে আলোচনায় বিষয় হয়ে উঠেছে। মুর্তিটির আকৃতি, ধরণ দেখে কোনো দেবীর মূর্তি বলে মনে করা হচ্ছে। দাবি করা হচ্ছে মুর্তিটি কিরাট দেবীর (Kirat Devi)। প্রত্নতাত্ত্বিকবিদদের মতে মূর্তিটি কয়েকশো বছর নয় বরং কয়েক হাজার বছরের পুরানো।
তাদের মতে মূর্তিটি ৩ হাজার ৪ বছরের পুরানো। প্রাপ্ত খবর অনুযায়ী, মূর্তিটি নেপালের ধুলিখল এলাকায় পাওয়া গেছে। শত্রুবার দিন এই মূর্তিটি এক নির্মাণ কাজ শুরু হওয়া সময় পাওয়া গেছে। মূর্তিটি মাটিতে ৩০০ মিটার নিচে ছিল। মূর্তির কারুকার্য এতটাই অবাক করার মতো যে লোকজন মূর্তি দেখে হতবাক হয়েছিলেন।
স্থানীয় প্রত্নতাত্ত্বিক শ্রীকৃষ্ণ ধিমাল অন্যান্য বিশেষজ্ঞদের সাথে মুর্তিটির বিষয়ে আলোচনা করেন। যারপর উনি জানান যে মূর্তিটি দ্বিতীয় শতাব্দীর এবং প্রায় ৩৪০০ বছরের পুরানো। প্রত্নতাত্ত্বিকবিদদের মতে ওই এলাকায় আরো সন্ধানের প্রয়োজন আছে তাই খনন কার্য শুরু করা দরকার। এলাকায় আরো এমন প্রাচীন মূর্তি বা জিনিস পাওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞদের তরফে ধারণা প্রকাশ করা হয়েছে। ওই স্থানে ভবিষ্যতে মিউজিয়াম বানানো যেতে পারে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
The post নেপালে পাওয়া গেল ৩৮০০ বছর পুরানো কিরাট দেবীর মূর্তি! দেখার জন্য ব্যাপক উৎসাহ স্থানীয়দের first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3lnp9DR
Bengali News