মুম্বাইঃ ট্রান্সজেন্ডারদের ঘর নির্মাণের জন্য বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) দেড় কোটি টাকা দান করলেন। ওনার আগামী সিনেমা ‘লক্ষ্মী বোম” (Lakshmi Bomb) এর নির্দেশক রাঘব লরেন্স (Raghava Lawrence) এর চ্যারিটেবল ট্রাস্ট এই অভিযান শুরু করেছে। অক্ষয় কুমারের এই মহানুভব কাজের জন্য রাঘব লরেন্স ওনাকে ধন্যবাদ জানান।
https://connect.facebook.net/nl_NL/sdk.js#xfbml=1&version=v6.0
Hai friends and fans, I would like to share one good news, Akshay kumar sir is donating 1.5 crores for building…
Geplaatst door Raghava Lawrence op Zaterdag 29 februari 2020
উনি বলেন, আমাদের ট্রাস্ট ১৫ বছর পূর্ণ করতে চলেছে। আমরা এই ১৫ বছরের শুরুতে ট্রান্সজেন্ডারদের জন্য নতুন ঘর বানানোর পরিযোজন শুরু করতে চাই। আমাদের ট্রাস্ট জমি দিয়েছে এবার ঘর বানানোর জন্য টাকা জোটানোর চেষ্টায় আছি।
উনি আরও বলেন, আর এই জন্য লক্ষ্মী বোম এর শুটিং এর সময় যখন অক্ষয় স্যারকে যখন আমাদের ট্রাস্টের কথা শুনাই, তখন উনি ঝট করে আমাদের ট্রাস্টের জন্য দেড় কোটি টাকা দান করে দেন।
View this post on InstagramBringing you one bomb of a story,#LaxmmiBomb starring @kiaraaliaadvani & yours truly!Bursting in cinemas on 5th June,2020
Fox Star Studios Presents A Cape of Good Films Production in association with Shabinaa Entertainment & Tusshar Entertainment House Written by Farhad Samji Directed by Raghava Lawrence Produced by Aruna Bhatia, Cape of Good films Produced by Shabinaa Khan and Tusshar Produced by Fox Star Studios @foxstarhindi @shabskofficial @tusshark89 #CapeOfGoodFilms
A post shared by Akshay Kumar (@akshaykumar) on May 17, 2019 at 10:43pm PDT
//https://ift.tt/2C16RQX
নির্দেশক ফেসবুকে লেখেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা ইশ্বরের রুপে আমাদের সাহায্য করেছে। আর এই কারণে অক্ষয় কুমারও আমার কাছে ভগবানের সমান। এই পরিযোজনার মাধ্যমে অক্ষয় কুমারের এত বড় যোগদানের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ট্রাস্টের আগামী পদক্ষেপ হল ট্রান্সজেন্ডারদের উত্থান আর তাঁদের জন্য বাড়ি বানিয়ে দেওয়া। সমস্ত ট্রান্সজেন্ডারদের তরফ থেকে আমি অক্ষয় কুমারকে ধন্যবাদ জানাতে চাই।
from India Rag https://ift.tt/2wU9VBg
Bengali News