-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় সিদ্ধান্ত বিজেপির! এবার জম্মুর এই বিখ্যাত জায়গা পরিচিতি পাবে ‘ভারত মাতা চৌক” এর নামে

- March 01, 2020

জম্মুঃ পুরনো জম্মু বাণিজ্যিক কেন্দ্র বলে পরিচিত ঐতিহাসিক সিটি চৌক (City Chowk) এর নাম বদলে ভারত মাতা চৌক (Bharat Mata Chowk) করে দেওয়া হয়েছে। বিজেপির (Bharatiya Janata Party) নেতৃত্বাধীন জম্মু পুরসভা (JMC) এর সাধারণ সভায় এই প্রস্তাব পেশ করা হয়েছিল। আর প্রস্তাব পাশ করিয়েই এই চৌকের নাম বদল করে দেওয়া হয়। চৌকের নাম বদলের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে, অধিকাংশ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিছু মানুষ জানিয়েছে, চৌকের নাম না বদলে এলাকার স্বচ্ছতায় অধিক নজর দিলে ভাল হত।

বিজেপির বরিষ্ঠ নেতা আর JMC এর উপ সভাপতি পূর্ণিমা শর্মা বলেন, ‘আমি প্রায় চার মাস আগে সাধারণ সভায় একটি প্রস্তাব পেশ করেছিলাম, ওই প্রস্তাবে সিটি চৌক এর নাম বদল করে ভারত মাতা চৌক করার দাবি জানিয়েছিলাম।” উনি বলেন, প্রস্তাব পাশ হয়ে গেছে আর সিটি চৌকের নাম বদল করে ভারত মাতা চৌক করে দেওয়া হয়েছে।

জম্মু শহরে পঞ্জতীর্থ এর পাশে সার্কুলার রোডকে JMC প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর স্মরণে ‘অটল চৌক” নাম দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি JMC নির্বাচনে ৭৫ এর মধ্যে ৪৩ টি আসনে জয় হাসিল করেছিল। এই পুরভোট ১৩ বছর পর ২০১৮ এর অক্টোবর মাসে আয়োজিত হয়েছিল।

JMC এর অন্তর্গত সিটি চৌকে ‘ভারত মাতা চৌক” এর নামে একটি বোর্ড লাগানো হয়েছে, এই চৌক চারটি ব্যস্ত বাজারকে একসাথে যুক্ত করে। ওই চারটি বাজার হল, রঘুনাথ মন্দির, সুপার মার্কেট, শালিমার আর কনক মণ্ডি।



from India Rag https://ift.tt/2VB1oNT
Bengali News
 

Start typing and press Enter to search