চীন দ্বারা ফান্ড করা কোম্পানি zomato এর খারাপ দিন শুরু হয়ে গেছে। zomato এর কাছে কিছুদিন আগে একজন হিন্দু কাস্টমার শ্রাবন চলছে বলে হিন্ধু রাইডার চেয়েছিল। কিন্তু তখন Zomato তাকে ধর্মনিরপেক্ষতার জ্ঞান দিয়েছিল এবং টাকা কেটে নিয়েছিল। Zomato বলেছিল খাবারের কোনো ধর্ম হয় না। যদিও Zomato মুসলিম বিরিয়ানি নামে খাবার বিক্রি করে তা সোশ্যাল মিডিয়ায় পর্দাফাঁস হয়েছিল। এরফলে অনেক হিন্দুরা zomato কে বয়কট করে। এখন Zomato সম্পর্কিত আরো এক খবর সামনে আসছে। খবর পশ্চিমবঙ্গের হাওড়া থেকে আসছে।
যে zomato সেকুলারিজমের নামে লোকেদের ধার্মিক অনুভূতিকে চূর্ণ করে দিচ্ছিল, এখন তার কর্মচারীরা রাস্তায় নেমে zomato এর বিরুদ্ধে ধর্মঘট করছে। কর্মচারীদের মধ্যে zomato এর ডেলিভারি বয়রা বেশি আছে। কর্মচারীদের দাবি হল zomato কোম্পানি তাদের দিয়ে বলপূর্বক গরুর মাংস ও শুয়োরের মাংস সার্ভ করাচ্ছে, যেখানে তারা গরুর মাংস ও শুয়োরের মাংস সার্ভ করতে চান না।
কোম্পানি বলছে যে খাওয়ারের কোনো ধর্ম হয় না, কিন্তু আসলে এটি একটু ফালতু কথা, কারণ লোকেরা ধর্ম অনুযায়ী খাওয়ার খায়। কিন্তু zomato কোম্পানি বলপূর্বক লোকের ধার্মিক অনুভূতিকে আঘাত করছে, তাই তার কর্মচারীরা শোষণ সহ্য করতে না পেরে ধর্মঘট করছে। এই খবরটিকে এখন ANI ও প্রকাশ করেছে।
West Bengal: Zomato food delivery executives in Howrah are on an indefinite strike protesting against delivering beef and pork, say, "The company is not listening to our demands & forcing us to deliver beef & pork against our will. We have been on strike for a week now." pic.twitter.com/tPVLIQc2SZ
— ANI (@ANI) August 11, 2019
এটি সেই পশ্চিমবঙ্গ, ভারত যেখানে এক সময় ব্রিটিশ সরকারের লোক ভারতীয়দের গরু ও শুওরের চর্বি লাগা কার্তুজ দিত, যার বিরুদ্ধে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন।
এখন চীনের টাকায় চলা Zomato কোম্পানি ভারতীয়দের সেকুলারিজম এর নামে ধার্মিক শোষণ করছিল আর এর বিরুদ্ধে zomato এর কর্মচারী রাস্তায় ধর্মঘট করতে নেমে পড়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KvGslL
Bengali News