
সুত্র অনুযায়ী, ভারত পাক উত্তেজনার মাঝে পাকিস্তানি সেনা লাদাখের কাছে নিজেদের সেনা ছাউনিতে প্রচুর হাতিয়ার আর সেনার বাকি সামগ্রী একত্রিত করা শুরু করেছে। শনিবার পাকিস্তানি বায়ুসেনার তিনটি সি-১৩০ হারকিউলিস বিমান সেনার সামগ্রী নিয়ে গিলগিত-বালতিস্তান এর স্কদ্রু বিমান বন্দরে পৌঁছায়। সুত্র অনুযায়ী, পাকিস্তানি সেনা তাঁদের ছাউনিতে যেসমস্ত সামগ্রী একত্রিত করেছে, সেগুলো যুদ্ধের সময় তাঁদের লড়াকু বিমান গুলোকে সহায়তা করার কাজে লাগবে।
পাকিস্তান দ্বারা কোনরকম সম্ভাবিত বিপদের কথা মাথায় রেখে ভারতীয় সেনা আর বায়ুসেনা প্রস্তুতি সেরে নিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের প্রতিটি গতিবিধিতে নজর রাখছে। সীমান্তে সুরক্ষাও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেনা, বায়ুসেনা আর নৌসেনা নিজেদের শক্তি বৃদ্ধি করেই চলেছে। এমনকি ভারত সরকার আরও বেশি করে প্রতিরক্ষা সামগ্রী কিনছে।
কিছুদিন আগেই কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে আসা সাতজন পাকিস্তানি ব্যাট কম্যান্ডোকে খতম করেছিল ভারতীয় সেনা। তাঁরা সবাই ভারতে ঢুকতে চেয়ে বড়সড় জঙ্গি হামলার ছক কষছিল। এর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের পর ভারতের ভয়ে পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছিল। আর সেই কারণে মাসের পর মাস নিজেদের এয়ার স্পেস বন্ধ রেখেছিল পাকিস্তান।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KrtqFM
Bengali News