-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, মশাল নিয়ে প্রতিবাদী মিছিলে পা মেলাল হাজার হাজার PoK-এর বাসিন্দা

- August 25, 2020

নয়া দিল্লীঃ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (Pakistan Occupied Kashmir) আরও একবার ইসলামাবাদের (Islamabad) দমনকারী নীতির মুখোশ খুলল। PoK এর মুজফরাবাদ শহরে সোমবার রাতে চীনে কোম্পানি দ্বারা নীলম-ঝেলম নদীতে মেগা বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে PoK এর বাসিন্দারা হাতে মশাল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক স্লোগানবাজি করে। ‘দরিয়া বাঁচাও, মুজফরাবাদ বাঁচাও” সংগঠনের সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয়। এই র‍্যালিতে শহর আর PoK এর অন্যান্য এলাকার হাজার হাজার বাসিন্দারা অংশ নেন।

সম্প্রতি পাকিস্তান (Pakistan) আর চীন PoK তে আজাদ পট্টন আর কোহালা হাইড্রোপাওয়ার প্রোজেক্টের নির্মাণের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করে। চীন-পাকিস্তান আর্থিক করিডোর (CPEC) এর অংশ হিসেবে ৭০০.৭ মেগাওয়াট বিদ্যুতের জন্য আজাদ পট্টন হাইড্রাল পাওয়ার পরিকল্পনায় ৬ জুলাই ২০২০ তে স্বাক্ষর করা হয়। ১.৫৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পে চীনের গেঝুবা গ্রুপ কোম্পানি কাজ করছে।

ঝেলম নদীতে তৈরি হতে চলে কোহালা হাইড্রোইলেকট্রিক পাওউয়ার প্রোজেক্ট PoK এর শুধনোটি জেলায় আজাদ পট্টন ব্রিজ থেকে প্রা সাত কিমি আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৯০ কিমি দূরে হচ্ছে। এই প্রোজেক্ট ২০২৬ এর মধ্যে পূরণ হওয়ার কথা। তবে PoK এর বাসিন্দারা সেখানে চীনের উপস্থিতি, বাঁধ নির্মাণ আর নদীর গতিধারা বদলে ফেলার জন্য চরম বিক্ষুব্ধ। আর সময়ে সময়ে তাঁরা এই প্রোজেক্টের বিরোধিতা করে আসছে।

চীন আর পাকিস্তান আর্থিক করিডোরের নামে PoK আর গিলগিট বাল্টিস্তানের প্রাকৃতিক সম্পদকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর এই কারণে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষরা বেজিং এবং ইসলামাবাদের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ।

The post বিক্ষোভে উত্তাল পাকিস্তান, মশাল নিয়ে প্রতিবাদী মিছিলে পা মেলাল হাজার হাজার PoK-এর বাসিন্দা first appeared on India Rag.



from India Rag https://ift.tt/3leSWyd
Bengali News
 

Start typing and press Enter to search