লোকসভা নির্বাচনে অভূতপূর্ব জয়ের পর থেকেই বিজেপি ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। গোটা দেশ থেকে বিজেপি বিরোধী দলের নেতা, নেত্রী, সাংসদ, বিধায়কেরা যোগ দিচ্ছেন বিজেপিতে। একদিকে কংগ্রেস দল তাঁদের পরবর্তী সভাপতি খুঁজে পেতে ব্যার্থ হয়ে যখন সনিয়া গান্ধীকেই আবার সভাপতি পদে বসিয়েছে। তখন আরেকদিকে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। শুধু লোকসভা না, আগামী কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচনী প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি। আর এর মধ্যে অন্যতম হল হরিয়ানা বিধানসভা।
लठ गाड़ दिया
धुम्मा ठा दिया#KashmirParFinalFight #370byebye @narendramodi @AmitShah @amitmalviya
— Babita Phogat (@BabitaPhogat) August 5, 2019
হরিয়ানা বিধানসভার নির্বাচনের আগে বড়সড় ঝটকা খেলো দুষ্মন্ত চৌটালা এর দল জননায়ক জনতা পার্টি (JJP)। দুষ্মন্ত চৌটালা এর দল জননায়ক জনতা পার্টির হাত ছেড়ে কুস্তিবীর মহাবীর ফোগাট আর ওনার কন্যা ববিতা ফোগাট আজ সোমবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। শোনা যাচ্ছে যে, কুস্তিবীর মহাবীর ফোগাট অথবা ওনার কন্যা ববিতা ফোগাটকে বিজেপি হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট দিতে পারে।
हरियाणा के मुख्यमंत्री मनोहर लाल खट्टर जी ने ऐसा कोई बयान नहीं दिया है जिससे हमारी बहन बेटियों के बारे में गलत बोला गया हो मेरी मीडिया से प्रार्थना है कि उनके बयान को गलत तरीके से जनता के सामने पेश ना करें @mlkhattar https://t.co/9nsSYPGRJd
— Babita Phogat (@BabitaPhogat) August 10, 2019
কুস্তিবীর ববিতা ফোগাট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। ববিতা ফোগাট বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর একটি ভাষণ রিট্যুইট করে লিখেছিলেন, ‘আমার মনে একটু সন্দেহ ছিল না যে, কাশ্মীরে ৩৭০ ধারা রাখা উচিত কি না? আমি এটুকু বিশ্বাস করি যে, ৩৭০ ধারার জন্য কাশ্মীরের ভালো কোনদিনও হয়নি। এই ৩৭০ ধারা আগেই উঠিয়ে নেওয়া উচিত ছিল। ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ খতম হবে। কাশ্মীর উন্নয়নের রাস্তা ধরবে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2H1DLWS
Bengali News