-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মরার ডানা গজিয়েছে পাকিস্তানের! সংঘর্ষের দিকে পা বাড়িয়ে করছে মিসাইল টেস্টের প্রস্তুতি।

- August 28, 2019

পাকিস্তান তার উৎপত্তি থেকে উন্মাদী মনোভাব প্ৰকাশ করেই আসছে। এমনকি পাকিস্তান দেশের সৃষ্টিও জেহাদের নামে। যার জন্য পাকিস্তান বার বার হারের সম্মুখীন হওয়ার পরেও লড়াই করার সাহস করে। জম্মু ও কাশ্মী নিয়ে ঝামেলা বাড়ানোর কাজ পাকিস্তান করেই যাচ্ছে। একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদ থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন এবং এই জ্ঞানও বিতরণ করছে যে এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। আবার অন্যদিকে পাকিস্তান নতুন মিসাইল পরীক্ষা করার প্রুস্তুতি শুরু করে দিয়েছে। ANI এর অনুসারে, পাকিস্তান প্রয়োজনীয় NOTAM (notice of airmen) প্রোটোকল এবং নৌসৈনিক  সতর্কতা জারি করে দিয়েছে।

করাচিতে হতে পারে পরীক্ষা:
এই সম্ভাব্য পরীক্ষাটি করাচি প্রদেশের সিন্ধু প্রদেশে সম্ভব হতে পারে। পাকিস্তানি সেনাবাহিনীর সোনামিয়ানী ফ্লাইট টেস্টের রেঞ্জ করাচির কাছে অবস্থিত। করাচির আকাশসীমাও তিন দিনের জন্য বন্ধ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউজ ১৮ দাবি করেছে যে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) বুধবার (২৮/০৮/২০১৮) একটি NOTAM জারি করেছে, যেখানে করাচী আকাশসীমার তিনটি রুট ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট বন্ধ থাকবে বলে জানা গেছে।

জানিয়ে দি, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ ভারত ও পাকিস্তানের যুদ্ধ হতে পারে বলে আগেই ভবিষ্যতবাণী করেছেন। শেখ রাশিদ কট্টর ভারত বিরোধী, যিনি অক্টোবর- নভেম্বর মাসে যুদ্ধ হওয়ার ঘোষণা করেছেন। তবে পাকিস্তানের বর্তমানে যা আর্থিক অবস্থা তা নিয়ে তারা কিভাবে ভারতের সাথে যুদ্ধ করবে তাই চিন্তার। অবশ্য ভারতের সাথে যতবার পাকিস্তান যুদ্ধ করেছে প্রত্যেকবার অন্য কোনো দেশ গোপনে পাকিস্তানকে ফান্ডিং করেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2zwSQvb
Bengali News
 

Start typing and press Enter to search