জম্মু কাশ্মীরে কেন্দ্রের মোদী সরকার দ্বারা ৩৭০ ধারা তুলে নেওয়ার আগে থেকেই গৃহবন্দি রয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আর এবার ওনাকে গ্রেফতারও করা হতে পারে বলে খবর। জম্মু কাশ্মীর ব্যাঙ্ক দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা গুলো জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির আর ওনার সহযোগী (প্রাক্তন মন্ত্রী) দের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ জুটিয়ে ফেলেছে। আর এই জন্য ওনাদের চরম সমস্যার সন্মুখিন হতে হবে বলে আশঙ্কা।
এমনকি জম্মু কাশ্মীর ব্যাঙ্ক দুর্নীতি মামলায় ওনাদের গ্রেফতারিও হতে পারে বলে সুত্রের খবর। সুত্রের খবর অনুযায়ী, তদন্তকারী সংস্থা NIA জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির আর ওনার সহযোগী (প্রাক্তন মন্ত্রী) দের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ জুটিয়ে ফেলেছে। আর সেই প্রমাণ দেখে বোঝাই যাচ্ছে যে, ওনারা জম্মু কাশ্মীর ব্যাঙ্ক গুলোকে নিজের ইচ্ছেমত চালনা করতেন।
জম্মু কাশ্মীর ব্যাঙ্ক থেকে প্রায় ৪৮ হাজার এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যে, যেখানে কোন আবশ্যক তথ্য দেওয়া নেই। কিছু অ্যাকাউন্ট এমনও আছে, যেখানে নাম ঠিকানা ভুল থাকার পরেও ব্যাক্তিগত পরিচয় পত্রের কোন প্রমাণ দেওয়া হয়নি। এছাড়াও ব্যাঙ্কে কিছু এমন কর্মীদের নিয়োগ করা হয়েছিল, যারা নেতাদের কথা মতো জঙ্গি সংগঠন গুলোর সাহাজ্য করার জন্য নিজেদের ইচ্ছে মতো টাকার লেনদেন করত।
NIA দ্বারা জম্মু কাশ্মীর ব্যাঙ্কের ভর্তি দুর্নীতি নিয়ে দুটো জিনিষ সামনে এসেছে। প্রথম, জম্মু কাশ্মীরের সরকারে ইশারায় কোনরকম নিয়ম না মেনেই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়, জঙ্গি সংগঠন গুলোকে আর্থিক সাহাজ্য পৌঁছে দিতে ওই কর্মীরা ব্যাঙ্কের সব নিয়মকেই দূরে সরিয়ে দিয়েছিল। NIA এর সুত্র থেকে জানা যায় যে, এই মামলায় ব্যাঙ্কের প্রাক্তন অধ্যক্ষ পারভেজ আহমেদ এর থেকেই জিজ্ঞাসাবাদ চালানো হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MHpuCn
Bengali News