শাস্ত্র ও আধুনিক বিজ্ঞান বলে মাটির পাত্রে রান্না করা খাদ্য সবথেকে পুষ্টিকর, এই ধরনের খাদ্য সবথেকে আগে শরীর ও মনে প্রভাব ফেলে। কিন্তু এখন মনে করা হচ্ছে, মুম্বাই পুলিশ যে ওষুধ দেয় তা মাটির পাত্রে রান্না করা খাদ্যের থেকেও বেশি প্রভাবশালী। একটি কথা আপনাদের জানা উচিত যে যত কট্টরপন্থী আছে তারা ততক্ষণ অব্দি চিৎকার করতে থাকে যতক্ষণ তাদের পিঠে লাঠি না পড়ে যায়। কিন্তু একবার তাদের লাঠি পরে গেলে তাদের থেকে বড় ভীতু কেউ হয় না। এর অনেক উদাহরণ আছে – পাকিস্তান যে পরমাণু বোমার হুমকি দিত তারা অর্থাৎ পাকিস্থানের নেতা ও মিডিয়া, এয়ার স্ট্রাইকের পর এরকম হুমকি দেওয়া সম্পূর্ন রূপে বন্ধ করে দিয়েছে। প্রায় প্রায় মেহবুবা মুফতি বলতেন, যে যদি ধারা 370 কে টাচ করা হবে তবে তারা সবাইকে জ্বালিয়ে ছাই করে দেবে। ধারা 370 কে টাচ আর কি পুরো বিলুপ্ত করে দেওয়া হলো, কিন্ত কোনো আফজল বাড়ি থেকে বেরায়নি।
এছাড়া আরেকটি বড় উদাহরণ আছে বলিউডের বার্থ অভিনেতা এজাজ খান, এই লোকটি এমন ধরণের কট্টরপন্থী ছিল যে ভিডিও বানিয়ে হুমকি দিয়েছিল যে, সব ভারতীয় কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেবে। ইনি আরো বলছিলেন এবং হুমকি দিচ্ছিলেন যে হিন্দুস্থানে বৈধ অবৈধ মিলিয়ে তারা 40 কোটি মুসলমান আছে। ইনি ততক্ষণ হুমকি দিতে থাকেন যতক্ষণ না তাকে পুলিশ এসে গ্রেপ্তার করেন। আর এখন এজাজ এত মারধোর খেয়েছে যে হটাৎ করে সেকুলার হয়ে গেছেন আর বলছেন আমি না হিন্দু আর না মুসলমান, সবার আগে আমি একজন ভারতীয়। ভিডিওতে হিন্দুদের একটু কট্টর দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু শেষমেষ সে নিজেকে ভারতীয় দেখানোর চেষ্টা করেছে। দেখুন ভিডিও,
मजहब नहीं सिखाता आपस में बैर रखना,
हिंदी हैं हम वतन है हिन्दोस्तां हमारा।।Jai Hind! @Shadabofficial #JaiShreeRam #JaiShriRam https://t.co/KkF7pcbPAB
— Ajaz Khan (@AjazkhanActor) August 5, 2019
ইনি এখন এতটাই সেকুলার হয়ে গেছেন যে তিনি জয় শ্রীরাম নামে একটি ফিল্ম তৈরি করে দিয়েছে। আর এই বার্তা দিয়েছেন যে আমরা ভারতীয়, আমরা না হিন্দু ও না মুসলমান। আমরা তো ভারতীয়, ধর্ম নিজেদের মধ্যে লড়াই করা শেখায় না।
প্রথমে সবাইকে মুসলমান বানাছিলো, কিন্তু মার খাওয়ার পর ইনি ভারতীয় হয়ে গেছে। কট্টরপন্থীরা ততক্ষণ অব্দি চিৎকার করে যতক্ষণ অব্দি তাদের লাঠি না পড়ে, একবার লাঠি পরে গেলে তার চেয়ে বেশি সেকুলার কেউ নয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2YKNQ4B
Bengali News