জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর। জম্মু কাশ্মীর পুনর্গঠন এর বিল রাজ্যসভা এবং লোকসভা থেকে পাশ হয়ে যায়। এবার পাক অধিকৃত কাশ্মীর (Pok) থেকেও ভারতে যুক্ত হওয়ার দাবি উঠলো। গিলগিট-বালতিস্তান এর মানুষ জানায়, তাঁরা ভারতের সংবিধানে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করেন। আর এই জন্য তাঁরা ভারতের সাথে যুক্ত হতে চায়। তাঁরা এবার ভারতীয় হয়েই নিজেদের বাকি জীবন বাঁচতে চায়।
গিলগিট-বালতিস্তান থেকে এইরকম দাবি ওঠার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চরম মুশকিলে পড়ে যান। আপাতত এই অংশে পাকিস্তান জোর করে কবজা করে রেখেছে। ভারতের সংসদে ৩৭০ ধারা নিয়ে চর্চা চলাকালীন গিলগিট-বালতিস্তান নিয়েও মানুষ নজর লাগিয়ে বসেছিল। আর অমিত শাহ-এর আজকে লোকসভায় বক্তব্যের পর, গিলগিট-বালতিস্তান এর বাসিন্দাদের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।
#WATCH Senge H. Sering, Gilgit-Baltistan activist: Home Minister Amit Shah has said that PoJK is an integral part of J&K. We believe Gilgit-Baltistan is an integral part of J&K. We are extension of Ladakh & we ask for our rights in constitutional framework of India pic.twitter.com/jIWwRdNB0q
— ANI (@ANI) August 6, 2019
গিলগিট-বালতিস্তান এর মানুষ কয়েক দশন ধরে নিজেদের অধিকারের লড়াই লড়ছে। আর তাঁদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন গিলগিট-বালতিস্তান বাসিন্দা Senge H. Sering। আজ Senge H. Sering একটি ভিডিও বার্তার মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে জানান যে, তাঁরা ভারতে যুক্ত হতে চাইছে। Senge H. Sering বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীর (Pok) আর জম্মু কাশ্মীরের ভারতের অবিচ্ছেদ্দ অংশ। আমরা এটা মানি যে, গিলগিট-বালতিস্তান ও ভারতের অভিন্ন অংশ। গিলগিট-বালতিস্তান লাদাখের মতই। আমরা ভারতীয় সঙ্ঘ আর সংবিধান অনুযায়ী, নিজদের অধিকারের দাবি জানাচ্ছি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2yGeHQL
Bengali News