করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য মোদী সরকার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আর বর্তমানেও ভারত যেভাবে করোনার ভ্যাকসিন তৈরির জন্য সমস্ত শক্তি ঝুঁকে দেওয়ার মতো প্রয়াস করেছে। এই পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট এর কো-ফাউন্ডার বিল গেটস প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে টুইট করেছেন।
বিল গেটস লিখেছেন, যে সময় পুরো বিশ্ব করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে সেই সময় সায়েন্টিফিক ইনোভেশন ও ভ্যাকসিন উৎপাদনের দিক থেকে ভারতের নেতৃত্ব দেখে খুশি হচ্ছে। বিল গেটস টুইটে প্রধানমন্ত্রী দপ্তরের টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে সরকারের প্রয়াসের প্রশংসা করছেন।
আর এই টুইট হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় লোকজন নতুন ট্রোল করতে শুরু করেছে। আসলে কোনো বড়ো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলে অনেক সময় লিবারেল ও তথাকথিত সেকুলারবাদীরা গেরুয়াধারী ট্যাগ লাগিয়ে দেয়। অনেক সময় প্রশংসা করা ব্যাক্তি কোনোভাবে RSS এর সাথে জড়িত কিনা তাও খোঁজার চেষ্টা করে।
এখন লিবারেলদের কটাক্ষ করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিল গেটসের টুইটকে নিয়ে বেশ ট্রোল শুরু হয়েছে। অনেকে টুইট এর স্ক্রিন শটের নিচে সন্ন্যাসীর পোশাকে বিল গেটসকে সাজিয়েছেন।
It’s great to see India’s leadership in scientific innovation and vaccine manufacturing capability as the world works to end the COVID-19 pandemic @PMOIndia https://t.co/Ds4f3tmrm3
— Bill Gates (@BillGates) January 4, 2021
https://platform.twitter.com/widgets.js
Sarcasmpolitics নামের এক ফেসবুক পেজ বিল গেটসের টুইটের স্ক্রিন শট পোস্ট করে লিখেছেন- ” এবার কি বিল গেটসও সংঘের লোক হয়ে গেলেন লিবারেলগণ। টুইটের সাথে এক ছবিও পোস্ট করা হয়েছে যেখানে বিল গেটসের মুখ যোগী আদিত্যনাথের পোশাকে দেখানো হয়েছে।
The post বিল গেটস কি RSS এর লোক হয়ে গেলেন? মোদী সরকারের প্রশংসা করায় সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/35buwiG
Bengali News