গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছিল, এই ছবি গুলিকে কিছু কট্টরপন্থীরা তুলে ছিল আর তারা নিজেরাই এটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। শ্রাবনের মাস চলছে এবং কট্টরপন্থীরা এই ছবি গুলিকে ছেড়ে পুরো হিন্দু সমাজকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল। কট্টরপন্থীরা শিবলিঙ্গকে আক্রমন করে তথা অপমানিত করার চেষ্টা করে, তারা শিবলিঙ্গের উপর পা রেখে ছবি তোলে। এই ছবিটি অনেক কট্টরপন্থীরাই ছেড়েছিল এবং হিন্দু সমাজের ধার্মিক ভাবনাকে আহত করে হিংসা ছড়ানোর জন্য নেমেছিল।
লোকেরা এই কট্টরপন্থীদের ছবি দেখে আক্রোশিত হয়ে যায় ও তাদেরকে খোঁজা শুরু করে দেয়।
এই সকল কট্টরপন্থী উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্ধা আর এখন এই কট্টরপন্থীদের গ্রেপ্তার করে নেওয়া হয়েছে।
আম্বেদকর নগরের পুলিশ ঘটনার উপর কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর এই কট্টরপন্থীদের জমিয়ে সেবা করা হয়েছে এবং এবার এদের বিরুদ্ধে ধার্মিক ভাবনা কে ক্ষত করার মামলা দায়ের করা হয়েছে।
Legal procedure is being taken by cyber cell
— AZAMGARH POLICE (@azamgarhpolice) August 6, 2019
জানিয়ে দি, উত্তরপ্রদেশ পুলিশের রেকর্ড কট্টর বিরুদ্ধে সবথেকে ভালো। তাই এটা নিশ্চিত যে UP পুলিশ কট্টরপন্থীদের ঠিকমতো ওষুধ প্রদান করে সোজা রাস্তায় নিয়ে আসবেন। এর আগে এজাজ খান নামের এক কট্টর বলিউড অভিনেতা দেশের হিন্দুদের হুমকি দিয়েছিল যাকে মুম্বাই পুলিশ সঠিক ওষুধ প্রদান করে প্রশংসা কুড়িয়েছিল। এখন UP পুলিশ কট্টরপন্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে কিভাবে সমাজকে সুস্থ রাখতে সাহায্য করে সেটাই দেখার।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31xcovp
Bengali News