একটা খুবই দুঃখজনক খবর দিল্লী থেকে সামনে আসছে। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা অরুণ জেটলির গম্ভীরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গম্ভীর অবস্থায় উনাকে দিল্লীর এইমসে ভর্তি করা হয়েছে। সন্ধ্যে ৭ টার সময় অরুণ জেটলিকে দিল্লীর AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরুণ জেটলি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিলেন এবং এখন সন্ধ্যায় তাকে এইমস-এ ভর্তি করা হয়েছে। এখন তিনি আইসিইউতে রয়েছেন।
বিষয়টি গুরুতর বলা হচ্ছে কারণ অরুণ জেটলি ভর্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অনেক প্রবীণ মন্ত্রীরাও এইমসে পৌঁছেছেন। বলা হচ্ছে যে অরুণ জেটলি নার্ভাস হতে শুরু করেছিলেন এবং তাঁর বুকে ব্যথা হয়েছিল, তাঁর রক্তচাপ হ্রাস পাচ্ছিল।
Oh Ram this is getting Serious !
Now PM Modi reached AIIMS, #ArunJaitley is in ICU
1st Health Minister, then HM, then Loksabha Speaker and now PM has reached AIIMS
Leave all your Differences and Pray for Arun Jaitley pic.twitter.com/cUA16URnBu
— Khushi Singh (@KhushiViews) August 9, 2019
যার পরপরই তাকে তাত্ক্ষণিকভাবে এইমস এ ভর্তি করা হয়েছিল। প্রথম স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এইমসে পৌঁছেছিলেন, তার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এইমস পৌঁছেছিলেন এবং এখন প্রধানমন্ত্রী মোদীও পৌঁছেছেন বলে জানা গেছে। এর আগে অরুণ জেটলি স্বাস্থ্যগত কারণে মোদী সরকারে মন্ত্রী হননি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2ZMzCxf
Bengali News