জম্মু কাশ্মীরে ভারত ধারা 370 কে শেষ করতে ইসলামিক সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে পাকিস্থানের সব পাকিস্তানিরা ছটপট করছে। সে পাকিস্তানি সরকার হোক, পাকিস্তানি সেনা হোক কিংবা পাকিস্তানের মিডিয়া, সবাই ভারতের বিরুদ্ধে ভুল ভাল বিবৃতি দিতে ব্যাস্ত। প্রথমে পাকিস্তান ভারতকে পরমাণুর হুমকি দিত, কিন্তু সার্জিক্যাল ও এয়ার স্ট্রাইকের পর এদের মুখ থেকে পরমাণু শব্দটা হারিয়ে গেছে।
অথবা এটাও বলা যেতে পারে যে পাকিস্তানের ডিকশনারি থেকে পরমাণু শব্দ হারিয়ে গেছে। তবে 370 বিলুপ্তের পর থেকে বিল বিল করতে শুরু করেছে পাকিস্তানি সমাজ। ভারতীয় সমাজের উপর আক্রোশ হয়ে দিনরাত গালি দিতে ব্যাস্ত পাকিস্তানিরা। পাকিস্তান মিডিয়ার এক মহিলা সাংবাদিক যার নাম কিরণ নাজ, ইনি তো এতটাই ক্ষেপে আছে যে উনার নিউজ চ্যানেলে ফেটে পরে। পাকিস্তানের একজন বিখ্যাত সাংবাদিক হিসেবে পরিচিত কিরণ নাজ। ইনি মূলত ভারতের বিরুদ্ধে বিষ উগরে উগরে পাকিস্তানে খ্যাতি পেয়েছেন।
370 বিলুপ্তের পর নরেন্দ্র মোদিকে উদেশ্য করে কিরণ নাজ ভারতকে হুমকি দিয়েছে। একটু সেই হুমকি গুলো শুনুন যাতে আপনিও অনুমান করতে পারেন যে পাকিস্তান কতটা ক্ষেপে রয়েছে। দেখুন নীচের ভিডিও-
#KashmirWantsFreedom #KashmirBanegaPakistan pic.twitter.com/KxKDD82mth
— Kiran Naz (@kirannazsamaa) August 9, 2019
পৃথিবী জুড়ে বাটি নিয়ে ভিক্ষা চাওয়া দেশ পাকিস্তানের এই সাংবাদিক ভারতকে এমনভাবে হুমকি দিচ্ছে যেন এক্ষুনি ফেটে পড়বে, ইনি হুমকি দিচ্ছে যে আল্লাহ হু আকবর বলে আমরা মোদি ও ভারতকে সায়েস্তা করে দেব। প্রসঙ্গত জানিয়ে দি, যে মেঘ বেশি গর্জায় সে মেঘ বর্ষায় না। আর কিরণ নাজ এর অবস্থা কিছুটা এরকমই।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31v7GhT
Bengali News