-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১১২ বিচ্ছিন্নবাদী নেতার ২২০ জন ছেলেমেয়েরা বিদেশে কাটাচ্ছে সুন্দর জীবন! আর পাথর ধরিয়ে দিয়েছে কাশ্মীরের যুবকদের হাতে

- July 04, 2019


জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নবাদী নেতারা কথায় কথায় বাক স্বাধীনতার দাবি করে। কাশ্মীরকে আলাদা করার দাবি তুলে রাজ্যের মুসলিম যুবকদের ভারত বিরোধী আন্দোলন করার জন্য উস্কানি দেয়। বিদেশ থেকে ফান্ডিং নেয় এবং জম্মু-কাশ্মীর রাজ্যের আতঙ্কবাদীদের সমর্থন করে। শুধু এই নয়, রাজ্যের যুবকদের কাজে লাগিয়ে শিক্ষা সহ নানা ক্ষেত্রে বাধা প্রদানেও এগিয়ে আসে বিচ্ছিন্নবাদী নেতারা। তবে কাশ্মীরের এই নেতারা নিজের ছেলে মেয়েদের পাথরবাজি বা ভারত বিরোধী কার্য করার জন্য উস্কানি দেয় না। কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ থাকবে, পড়াশোনা বয়কট করা হবে ইত্যাদি সব কার্য বিচ্ছিন্নবাদী নেতাদের অথবা হুরীয়ত নেতাদের উস্কানিতে করা হয়।

এক রিপোর্টে অনুযায়ী ১১২ নেতার ২১০ ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করছে। কাশ্মীরের মুসলিম ছেলে মেয়েদের হাতে পাথর ধরিয়ে দিলেও এরা নিজেদের ছেলে মেয়ের ভবিষ্যত নিয়ে খুবই সজাগ। ৪ হুরীয়ত নেতার ২১ জন আত্মীয় (ছেলে, মেয়ে, বিবি, বোন) আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরাক ইত্যাদি দেশে বিলাসবহুল জীবন কাটায়। রাজ্যের ছেলে মেয়ের জীবনকে অন্ধকার করে দিয়ে নিজেরা বিদেশে সাছন্দে জীবন কাটাচ্ছে। কাশ্মীরের একদিকে অশিক্ষিতের হার বেড়েই চলেছে তো অন্যদিকে এই নেতারা নিজেদের পরিবারকে ঠিক রেখে বাকিদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

দুঃখতারণ-এ-মিল্লাত এর নেতা আসিয়া অন্দ্রেবির ছেলে মালয়েশিয়াতে পড়াশোনা করে। আতঙ্কবাদী ফান্ডিং মামলায় ধরা পড়ার পর্ন আসিয়া অন্দ্রেবি বিদেশী ফান্ডিং আসার কথা স্বীকার করেছে। বিদেশ থেকে টাকা নিয়ে সেই টাকা ভারত বিরোধী কাজে লাগানো হতো। হুরিওতের পুরোনো নেতা সাইদ আলী গিলানীর ছেলেও ভারতের বাইরে থেকে MBBS  পড়াশোনা করেছে। একইভাবে কাশ্মীরের মসজিদগুলিতে দাপট রাখা মিরওয়াইজ ওমর ফারুক এর বোন রাবিয়া ফারুক একজন ডাক্তার এবং আমেরিকায় থাকে। একইভাবে আরেক কাশ্মীরি নেতা বিল্লাল লোনের পুরো পরিবার বিদেশে থাকে। বিল্লাল লোনের মেয়ে-জামাই লন্ডনে থাকে তো তার ছেলে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে। এইভাবে ১১২ জন কাশ্মীরি নেতার ২২০ জন ছেলে মেয়ে ও আত্মীয় বিদেশে বিলাস বহুল জীবনযাপন করছে এবং কাশ্মীরে হিংসা ছড়াচ্ছে। এই পুরো রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের হাত পর্যন্ত চলে এসেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Jbw15S
Bengali News
 

Start typing and press Enter to search