যদি আপনাকে কেউ বলে, বিশ্বের সবথেকে বেকার বেশি আমাদের দেশে! তাহলে আপনি হয়ত অবাক হবেন না। কিন্তু ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশন (ILO) এর রিপোর্ট অনুযায়ী, ভারতেই বেকারত্বের দর পৃথিবীর অনান্য দেশের চেয়ে সবথেকে কম। শ্রম আর রোজগার মন্ত্রী সন্তোষ কুমার গ্যাংওয়ার বুধবার রাজ্যসভায় এই তথ্য দেন।
বিরোধীদের প্রশ্নের জবাবে শ্রম আর রোজগার মন্ত্রী সন্তোষ কুমার গ্যাংওয়ার বলেন, ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশন (ILO) রিপোর্ট অনুযায়ী, ভারতের বেকারত্বের হার ৩.৫ শতাংশ। আর এই বেকারত্বের হার চীনে ৪.৭ শতাংশ এবং গোটা এশিয়া মহাদ্বিপে ৪.২ শতাংশ।
শ্রম আর রোজগার মন্ত্রী সন্তোষ কুমার গ্যাংওয়ার সংসদে বলেন, নির্বাচনের আগে দেওয়া পরিসংখ্যান সঠিক ছিল না। উনি বলেন, ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশন (ILO) এর রিপোর্টে ভারতকে বিশ্বের সবথেকে কম বেকারত্বের দেশ বলা হয়েছে। ভারতের পরিস্থিতি এখন অন্য দেশ গুলোর থেকে অনেক ভালো। কিন্তু আমরা এখনো সন্তুষ্ট না।
শ্রম আর রোজগার মন্ত্রী সন্তোষ কুমার গ্যাংওয়ার বলেন, দেশে চাকরির অভাব নেই, কিন্তু মানুষ শুধু স্থায়ী আর সরকারি চাকরি চাইছে।
অসংগঠিত ক্ষেত্রে চাকরির সুযোগ কমে যাওয়ার প্রশ্নে উনি বলেন, আমাদের কাছে অসংগঠিত ক্ষেত্রে চাকরির সুবিধা কমে যাওয়ার ব্যাপারে কোন তথ্য নেই। সন্তোষ কুমার বলেন, রোজগার তৈরি করার জন্য সরকার অনেক সক্রিয় ভাবে কাজ করছে। উনি বলেন, সংগঠিত ক্ষেত্রে প্রতি বছর এক কোটি চাকরির সুযোগ হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32chJtB
Bengali News