-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জমে উঠলো লোকসভার খেলা! রাহুল গান্ধী আমেঠি থেকে দাঁড়াবে না, ঘোষণার পর বিজেপি পাল্টে নিল নিজের গেম! করলো নতুন ঘোষণা..

- March 25, 2019

লোকসভা নিবার্চনের লড়াই এক তরফা মনে হলেও খেলা বেশ জমে উঠছে। আপনি যদি আমাদের নিয়মিত পাঠক হন তাহলে কাল একটা খবর আমরা এক খবর পৌঁছে দিয়েছিলাম। খবর ছিল এই যে রাহুল গান্ধী আমেঠি থেকে দাঁড়াবেন না। কারণ বিজেপি আমেঠি থেকে স্মৃতি ইরানিকে দাঁড় করানোর সিধান্ত নিয়েছে। একইসাথে আমেঠির হাওয়াতেও বেশ পরিবর্তন এসেছে তথা বিজেপির প্রভাব বেড়েছে। এই কারণে কংগ্রেস রাহুল গান্ধীকে অন্য আসন থেকে দাঁড় করানোর সিধান্ত নিয়েছে। পুরো কংগ্রেস নির্বাচনে হেরে গেলে সমস্যা নেই, কিন্তু যদি পার্টির সভাপতি সাংসদ অবধি পৌঁছাতে না পারে তবে সেটা বড় লজ্জার বিষয় হবে দেশের সবথেকে পুরানো পার্টি কংগ্রেসের কাছে। এই কারণে রাহুল গান্ধী কেরলের ওয়ানাদ আসন থেকে দাঁড়াতে পারেন বলে খবর আসছে।

তবে এখন যে খবর আসছে তা রাহুল গান্ধী সহ পুরো কংগ্রেস পার্টিকে চিন্তায় ফেলবে।মাতৃভূমিতে প্রকাশিত খবর অনুযায়ী বিজেপি ঠিক করে নিয়েছে যে রাহুল গান্ধীকে সহজে পালাতে দেওয়া যাবে না। রাহুল গান্ধী যেখানে যেখানে যাবে সেখানে সেখানে স্মৃতি ইরানিকে নামানো হবে। স্মৃতি ইরানির ভয়ে রাহুল গান্ধী আমেঠি থেকে পালিয়েছে বলে দাবি বিজেপির। আর এখন ওয়ানাদ আসন থেকে স্মৃতি ইরানিকে দাঁড় করানোর সিধান্ত নেওয়া হয়েছে বলে খবর আসছে।

বিজেপি এত সহজে রাহুল গান্ধীকে ছেড়ে দেবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  ওয়ানাদ আসন থেকে রাহুল গান্ধীর দাঁড়ানোর কথা শুধুমাত্র মৌখিকভাবে ঘোষণা করা হয়েছে আর এখন স্মৃতি ইরানিরও ওই আসন থেকে দাঁড়াবার খবর আসছে। কেরলে বিজেপি পার্টি স্থানীয় দল bjdsএর সাথে জোট করেছে। ওয়ানাদ আসনটি bjds এর পক্ষে রয়েছে।

তাই বিজেপি এই নিয়ে bjds এর সাথে আলোচনা শুরু করে দিয়েছে। খবর এটাও আসছে যে এই আসন বিজেপিকে দেওয়া জন্য রাজিও হয়েছে বলে সূত্রের খবর। এবার যদি রাহুল গান্ধী এই আসন থেকে মাঠে নামে তবে বিজেপির তরফ থেকে স্মৃতি ইরানিকে মাঠে নামানো হবে। বিজেপি এই মুহূর্তে রাহুল গান্ধীকে কোনো রকম ডিসকাউন্ট দেওয়ার মুডে নেই। অবশ্য স্মৃতি ইরানির সাহসের প্রশংসা করতে হবে কারণ ওই আসনে হিন্দু ৫০% এর কম তা সত্ত্বেও স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে হারাতে চান।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2WkT0ze
Bengali News
 

Start typing and press Enter to search