ICC World Cup 2019 এর অর্ধেক সফর অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত হওয়া খেলা অনুযায়ী, এত বোঝা যাচ্ছে যে, এবার বিশ্বকাপে কোন কোন দল সেমিফাইনালে যেতে চলেছে। ভারতীয় দলও মজবুতির সাথে সেমিফাইনালের দিকে অগ্রসর হয়েছে। ভারত এখনো পর্যন্ত তাঁদের চারটি খেলার মধ্যে তিনটি খেলায় জয় হাসিল করেছে। এবং নিউজিল্যান্ডের সাথে খেলায় বৃষ্টি থাকার দরুন দুই দলকেই সমান পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে।
ভারতীয় দল রবিবার ২২ জুন আফগানিস্তানের সাথে খেলবে। আর ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং ৩০ জুন আয়োজক দেশ ইংল্যান্ডের সাথে খেলবে। এরপর বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাথেও খেলা আছে ভারতের। কিন্তু এই খেলা গুলোর মধ্যে ইংল্যান্ড আর আফগানিস্তানের সাথে খেলা একটু চমকপ্রদ হতে চলেছে।
আসলে ভারতীয় দল আফগানিস্তান আর ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে গেরুয়া পোশাক পড়ে নামতে চলেছে। আর এর প্রধান কারণ হল, ইংল্যান্ড আর আফগানিস্তানের জার্সির রঙ নীল, যেটা ভারতীয় খেলোয়ারদের জার্সির সাথে মিলে যায়।
আইসিসি এর নিয়ম অনুযায়ী এক ম্যাচে একই রঙ এর জার্সি পড়ে দুই দল খেলতে পারবে না। এই নিয়ম শুধু আইসিসি অথা ক্রিকেটের ক্ষেত্রেই না, ফুটবলের ক্ষেত্রেও এই নিয়ম রেখেছে ফিফা। আর এই কারণে আয়োজক দল তাঁদের নিজের চিরপরিচিত রঙ এর জার্সি পড়েই নামবে মাঠে। এবং অতিথি দলকে তাঁদের জার্সি পাল্টাতে হবে। দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশের সবুজ জার্সির কারণে হলুদ জার্সি পড়ে খেলতে নেমেছিল। আরেকদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের জার্সির রঙ পাল্টাতে হবেনা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Y0Z9Sy
Bengali News