-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

স্কুলের নামে ২০০০ কোটি টাকার দুর্নীতি করলেন কেজরিওয়াল ও তার বন্ধু! তদন্তকারী সংস্থার কাছে দেওয়া হবে রিপোর্ট।

- July 03, 2019


স্বচ্ছ রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে শ্লোগানবাজি করে দিল্লীতে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। কিন্তু এখন AAP সরকারের বড় বড় নেতারাই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। এখন দিল্লীতে কেজরিওয়ালের সরকার স্কুল। স্কুলকে এডভান্স ও নতুনত্ব করার নামে পুরো ২ হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছে বলে অভিযোগ এসেছে। এই অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোধিয়ার উপর এসে পড়েছে। এই দুজনেই আম আদমি পার্টির সর্বসের্বা। এই দুজন দিল্লীর সরকারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন।

২০০০ কোটি টাকার দুর্নীতির দায় কেজরিওয়াল ও তার সাথী মনীশের উপর এসে পড়েছে যা নিয়ে বিজেপি হৈচৈ শুরু করে দিয়েছে। দিল্লীতে স্কুলের নামে ৩৪ টি টেন্ডার ভাগ করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ টেন্ডার এরা নিজেদের আত্মীয়দের মধ্যে ভাগাভাগি করে বিতরণ করেছে। আর যে কাজের জন্য ৮৯২ কোটি টাকা স্থির করা হয়েছিল সেখানে আরো ২০০০ কোটি টাকা বাড়তি দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো ২ হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে।

এই অভিযোগ দিল্লীর বিজেপি সভাপতি মনোজ তেওয়ারী তুলেছেন। উনি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোধিয়া নিজের আত্মীয়দের টেন্ডার বিতরণ করে দিয়েছেন। একই সাথে ২ হাজার কোটি টাকা অতিরিক্ত সরকারি খাজানা থেকে বের করে দিয়েছেন। মনোজ তেওয়ারী বলেছেন একটা ফাইভ স্টার হোটেলও ৫৫০০ টাকা প্রতি স্কোয়ার ফিটের উপর তৈরি হয় না। কিন্তু কেজরিওয়াল দিল্লীতে স্কুল ৮৮০০ টাকা প্রতি স্কোয়ার ফিটের উপর তৈরি করিয়েছেন। মনোজ তেওয়ারী বলেন এই সব তথ্য উনি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবেন এবং RTI থেকে বের করে সেই তথ্যও প্রদান করবেন



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2xw5t8R
Bengali News
 

Start typing and press Enter to search