রবিবার যখন একদিকে লোকসভা নির্বাচনের ষষ্ট দফার ভোট চলছিল। তখন আরেকিদকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) নির্বাচনী প্রচারের জন্য নিজের সম্পূর্ণ দম লাগিয়ে দিচ্ছিল। মহাজোটের জন্য ভোট চাইতে গিয়ে উত্তর প্রদেশের মির্জাপুরে চরম নিরাশ হলেন অখিলেশ যাদব। অখিলেশের হতাশার কারণ হল, বিশাল জনসভায় খালি পড়ে থাকা চেয়ার গুলো। ৫০ হাজার মানুষ ধরা গ্রাউন্ডে ১০ হাজার জনতাও জোটাতে পারেনি অখিলেশ যাদব।
যদিও কর্মীরা ভিড় না হওয়ার কারণ হিসেবে গরমকালকে ভিলেন বানায়। রোদের মধ্যে অখিলেশের সভায় আসা জনতা ছায়ার জন্য হাপিত্যেশ করতে থাকে। আপনাদের জানিয়ে রাখি, সমাজবাদী পার্টির প্রার্থী রামচরণ নিষাদের সমর্থনে একটি জনসভা করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আর দলের নেতা জয়ন্ত চৌধুরী মির্জাপুরে গেছিলেন। সেখানে লোক না হলেও, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই সভা মঞ্চ থেকে যোগী আর মোদীর বিরুদ্ধে তোপ দাগেন।
উত্তর প্রদেশের মির্জাপুরে রাজকীয় ইন্টার কলেজের গ্রাউন্ড থেকে অখিলেশ যাদব নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথকে নিশানা করে বলেন, দিল্লীতে চৌকিদার আর লখনউ তে ঠোকিদার বসে আছে। এর সাথে তিনি সংবিধানের দোহাই দিয়ে বলেন, ‘ যদি সংবিধান না থাকত, তাহলে যোগী কোন মঠে বসে ঘণ্টা নাড়াত।” এরপর তিনি বলেন, যদি আমদের চা ভালো না হয়, তাহলে কাপ প্লেট দিয়ে কি করব? এই ষড়যন্ত্রে কাপ প্লেট ওয়ালারও যুক্ত। আমরা যদি মহামিলাবট হই, তাহলে আপনারা কিরকম মিলাবট?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VyaEno
Bengali News