প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল হিন্দু ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যপ্রদেশের খান্দাভা থেকে একটা বড় বার্তা দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন যার হিন্দু ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গেরুয়কে আতঙ্কবাদের সাথে জুড়েছে তারা বাঁচতে পারবে না। নরেন্দ্র মোদী কংগ্রেসের উপর নিশানা করেন, সেই কংগ্রেস পার্টি যারা UPA আমলে হিন্দুদের আতঙ্কবাদী প্রমান করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে ছিল। এখন অবস্থা এমন যে কংগ্রেড নেতারা নিজেদের হিন্দু বলে, নিজেদের পৈতেধারী ব্রাহ্মহন বলে দাবি করে। শুধু তাই নয়, কংগ্রেস নেতারা এখন মন্দিরে যাওয়া শুরু করেছে এবং মসজিদ/চার্চ যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে।
এছাড়াও কংগ্রেড নেতারা ইসলামিক টুপি পরে তোষণে একটা রেওয়াজ গড়ে তুলেছিল যা এখন দেখা যায় না। মোদী বলেছেন, এই কংগ্রেস যতই যজ্ঞ করাক, যতই পৈতে ধারণ করুক, যতই পুলিশকে গেরুয়া বস্ত্র পরিয়ে হিন্দুত্ব দেখানোর চেষ্টা করুক, পাপের হাত থেকে কেউ বাঁচতে পারবে না।
PM Modi in Khandwa, Madhya Pradesh: Ye kitne bhi havan kara dein, kitne bhi janeu dikha dein, ye police ko bhi bhagwa dress silva dein, lekin bhagwa mein jo aatankwad ke daag lagane ki unhone sajish ki hai, us paap se ye Congress ya 'mahamilavati' kabhi nahi bach paayenge pic.twitter.com/2MQCTdeUE0
— ANI (@ANI) May 12, 2019
প্রসঙ্গত জানিয়ে দি, সোনিয়া গান্ধী দ্বারা সঞ্চালিত কংগ্রেস পার্টি হিন্দুদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চালিয়েছিল। হিন্দুদের আতঙ্কবাদী প্রমান করার জন্য বহুজনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এর মধ্যে সাধ্বী প্রজ্ঞা একজন যাকে আতঙ্কবাদী তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HeF2ua
Bengali News