-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের জাতীয় পতাকার স্থানে প্যারাগুয়ে পতাকা উড়িয়ে দিলেন রবার্ট ভাদ্রা! দেশের তেরঙাও চেনেন না সোনিয়ার জামাই?

- May 12, 2019

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাদ্রা আজ এমন কাজ করেছেন যার জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। আসলে রাহুল গান্ধীর জামাই বাবু রবার্ট ভাদ্রা কাজই এমন করেছেন যে মানুষের রাগের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। প্রথমত জানিয়ে দি, আজকে ষষ্ঠ দফার ভোট প্রদানে  দিল্লীর ৭ টি লোকসভা আসনে ভোটিং ছিল। তাই দিল্লীতে রবার্ট ভাদ্রা এবং উনার পত্নী তথা কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা ভাদ্রা ভোট প্রদানের পর সেলেব্রিটিদের মতো করে সেলফি তুলেন। সেলফি তোলার পর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেখানেই হয়ে যায় বড় ভুল, রবার্ট ভাদ্রা সেলফি তুকে পোষ্ট করেন এবং সেখানে ভারতীয় পতাকার পরিবর্তে প্যারাগুয়ে দেশের পতাকার ছবি পোষ্ট করে দেন। এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ট্রোল।

রবার্ট ভাদ্রা নিজের সেলফি পোষ্ট করে লিখেন, আমাদের অধিকার আমাদের শক্তি..সকলে বাড়ির বাইরে বেরিয়ে ভোট দিন সেকুলার প্রোডাক্টিভ ভারত গঠনের জন্য। এই লেখার সাথে সাথে রবার্ট ভাদ্রা নিজের সোলফি যোগ করেন এবং ভারতের পতাকার পরিবর্তে প্যারাগুয়ে দেশের পতাকার ছবি পোস্ট করেন। আমাদের দেশের পতাকার মতোই প্যারাগুয়ে দেশের পতাকার মধ্যে তিনটে রঙ রয়েছে। ভারত দেশের পতাকা সম্পর্কে রবার্ট ভাদ্রার জ্ঞান কম তাই উনি এত মারাত্মক ভুল করে বসেন।

রবার্ট ভাদ্রা নিজের ভুল বুঝতে পারার পর নিজের পোষ্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন। কিন্তু এখন স্ক্রিন শট নেওয়ার প্রযুক্তি থাকার জন্য সকলের কাছে রবার্ট ভাদ্রার অজ্ঞানতা পৌঁছে যায়। প্রসঙ্গত জানিয়ে দি, এবছর রবার্ট ভাদ্রা ও প্রিয়াঙ্কা ভাদ্রার ছেলে রেহান ভোট দেওয়ার জন্য উপযুক্ত হয়েও ভোট দিতে পারেনি। কারণ জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা জানান, পরীক্ষার কারনে রেহান লন্ডনে গেছে। কিছুদিন আগেই রেহানকে এক নির্বাচনী সভাতে প্রিয়াঙ্কা ভাদ্রারসাথে দেখা গেছিল কিন্তু এখন সে পরীক্ষার জন্য ভোট দিতে পারেনি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vQLm4x
Bengali News
 

Start typing and press Enter to search