আজ সপ্তদশ লোকসভা ভোটের প্রথম দফার ভোটিং চলছে দেশ জুড়ে। গোটা দেশে ৯১ টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও, আজ এরাজ্যের কোচবিহার এবং আলিপুর দুয়ার আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট শুরু হতে না হতেই শুরু হয়ে গেছিল তৃণমূলের সন্ত্রাস।
কোচবিহারের যেই বুথ গুলোতে কেন্দ্রীয় বাহিনী ছিলনা। সেখান থেকে বিপক্ষ দলের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এমনকি বুথে ভোটারদের ভোট ও দিতে দেওয়া হয়নি। তাছাড়াও কোচবিহারের শীতলকুচিতে মহিলা ভোটারদের শ্লীলতাহানী করে তাঁদের ভোট দিতে বাঁধা দিয়েছে তৃণমূল কর্মীরা।
আর এরকম অশান্ত পরিবেশে আজ দার্জিলিং এ ভোট প্রচারে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে গিয়ে তিনি চিরাচরিত ভাষায় নরেন্দ্র মোদীকে তুই তোকারি করেছেন, তিনি নরেন্দ্র মোদী এবং বিজেপির উদ্দেশ্যে বলেছেন, ‘ আগে দিল্লী সামলা, তারপর বাংলা “। ভোট প্রচারে বারবারই নিজের ভাষা হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
আর আজ দার্জিলিং এর নির্বাচনী সভা থেকে তিনি পরিস্কার জানিয়ে দেন যে, এরাজ্যে এনআরসি প্রক্রিয়া চালু হতে দেবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি প্রক্রিয়া চালু হয়েছে। এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে এই দেশ থেকে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু মমতা ব্যানার্জী সেটা হতে দিতে চাননা।
প্রসঙ্গত মমতা ব্যানার্জী সাংসদ থাকাকালীন এরাজ্য থেকে অবৈধ বাংলাদেশীদের তাড়ানোর জন্য সংসদ ভবনে হাঙ্গামা করেছিলেন। আর আজ সেই মমতা ব্যানার্জীই ক্ষমতা ধরে রাখার জন্য অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UtRqyP
Bengali News