ভোট কেন্দ্রে নিজের বুথে ভোট দিতে গিয়েছিলেন এই কুখ্যাত বিধায়ক। কিন্তু ভোটকর্মীদের আচার আচরণ তাঁর পছন্দ হয়নি,EVM মেশিন পছন্দ হয়নি। সেই অভিযোগ তুলে রাগে আছড়ে ভেঙে ফেললেন ইভিএম মেশিন। অভিযুক্ত সেই কট্টর মোদী বিধায়কের নাম মধুসূদন গুপ্ত। বৃহস্পতিবারদিন প্রথম দফার নির্বাচন শুরু হতেই তিনি নিজের ভোট দিতে পৌঁছে ছিলেন ভোটকেন্দ্রে। তাঁর কথায় বুথের মধ্যে থাকা ভোটকর্মীরা তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেনি। সেই কারণে তিনি নিয়মমাফিক প্রতিবাদ দেখিয়ে বুথের মধ্যে থাকা ইভিএম মেশিন ভেঙে দিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি উনি EVM ভোটের সম্পূর্ণ বিরোধী, তাই একাজ করেছেন।
বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলায়। যেখানে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ওই রাজ্যে ২৫ টি লোকসভা এবং ১৭৫টি বিধানসভা রয়েছে। সেই দুই ক্ষেত্রের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে গিয়েছিলেন জনসেনা দলের বিধায়ক মধুসূদন গুপ্ত। তিনিই সেখানে পৌঁছে ঘটিয়েছেন এই বিপত্তি।বুথের মধ্যে থাকা এক ব্যক্তি পুরো ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন যার জন্য বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।
সেই ভিডিও-তে দেখা গিয়েছে যে গুট্টি ভোট গ্রহণ কেন্দ্রে বুথের ভিতরেই ইভিএম মেশিন তুলে আছাড় মারছেন কুখ্যাত বিধায়ক মধুসূদন গুপ্ত। পুলিশের পক্ষ থেকে মিডিয়াকে জানানো হয়েছে যে অভিযুক্ত ওই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে।গুট্টি কেন্দ্রের ওই বুথের ইভিএম মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে তাই ওটা বদলে অন্য মেশিন আনা হবে। একই সঙ্গে আরও জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের বিভিন্ন বুথের ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিঘ্নিত হচ্ছে ভোট গ্রহণ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Ibou7Z
Bengali News