জঙ্গিদের আশ্রয়দাতা পাকিস্তান আজকাল দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যায় ভুগছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাকিস্তানে বিগত পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। নভেম্বর ২০১৩ এর পর মুদ্রাস্ফীতি ৯.৪১ এ পৌঁছে গেছে। ফেব্রুয়ারি মাসে এটি ৮.২১ শতাংশ ছিল।
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। খাদ্য শস্য, পেট্রোল আর ট্রান্সপোর্ট প্রতিটি জিনিষের দর আকাশ ছুঁয়ে ফেলেছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান আগে থেকেই ঋণে জর্জরিত। গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান খান অনেক দেশের কাছে ঋণের জন্য হাত পেতেছিল। পাকিস্তান IMF থেকেও ঋণ চেয়ে বসে আছে। ১৯৮০ থেকে এখনো পর্যন্ত পাকিস্তান IMF থেকে ১২ বার ঋণ নিয়ে ফেলেছে।
রবিবার পাক সরকার পেট্রোলের দাম ছয় টাকা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানে পেট্রোল এখন ৯৮.৮৮ টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। পাকিস্তানের জনতা মূল্য বৃদ্ধি আর পেট্রোল ডিজেলের দাম নিয়ে চরম সমস্যায় আছে। আর এর পরেও সরকার আগামী মাসি বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে।
শোনা যাচ্ছে মূল্যবৃদ্ধির অলে দারিদ্র সীমার নীচে থাকা ৪০ শতাংশ মানুষের পরেও আর সংখ্যা বৃদ্ধি পাবে। আর এই বছর বেকারত্ব আরও বাড়বে বলে আশঙ্কা।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2YJJAiP
Bengali News